হায়দরাবাদ হাউসে সস্ত্রীক ট্রাম্প। সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: এএফপি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিন আজ, মঙ্গলবার। এ দিন সকালেই সস্ত্রীক ট্রাম্প পৌঁছন রাষ্ট্রপতি ভবনে। সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গার্ড অব অনার দেওয়া হয় ট্রাম্পকে। এর পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্রাম্প ও মেলানিয়াকে পরিচয় করিয়ে দেন ভারতের প্রতিনিধিদলের সঙ্গে। পরিচয়পর্ব শেষে রাষ্ট্রপতি ভবন ছেড়ে বেরিয়ে যান ট্রাম্প।
সকাল ১০টা নাগাদ রাজঘাটের উদ্দেশে রওনা দেন ট্রাম্প। তাঁদের স্বাগত জানানোর জন্য আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী-সহ কেন্দ্রের শীর্ষ প্রতিনিধিরা। ট্রাম্প ও মেলানিয়া গাঁধীজির স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এর পর তাঁদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় গাঁধীজির মূর্তি। এখানেও ভিজিটর্স বুকে নিজেদের মন্তব্য লেখেন ট্রাম্প ও মেলানিয়া। তার পর একটি বৃক্ষরোপনও করেন তাঁরা। প্রায় ৪০ মিনিট রাজঘাটে কাটানোর পর সস্ত্রীক ট্রাম্প হায়দরাবাদ হাউসে পৌঁছন। এখানেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক শুরু হয়েছে।
এই বৈঠক অত্যন্ত তাত্পর্যপূর্ণ সাউথ ব্লকের কাছে। বেশ কয়েকটি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে ট্রাম্প-মোদীর। তার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে দু’দেশের প্রতিরক্ষা চুক্তি।
ট্রাম্পের ভারত সফরের প্রথম দিনটা শুরু হয়েছিল গুজরাতের সাবরমতী আশ্রম থেকে। সেখানে গাঁধীজির ছবিতে মাল্যদান, স্ত্রীকে পাশে নিয়ে চরকা কাটা এবং শেষে গোটা আশ্রম ঘুরে দেখেন ট্রাম্প। কিছু ক্ষণ সময় কাটিয়ে চলে যান মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’-এর মঞ্চে। ওই মঞ্চ থেকেই ভারতের প্রতি আমেরিকার ভালবাসা, সম্মানের বার্তা দিলেন। শুধু তাই নয়, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মোদীকেও।
ওই মঞ্চেই তিনি তুলে ধরেছেন ভারত-আমেরিকার মজবুত সম্পর্কের কথা। সন্ত্রাসবাদ থেকে প্রতিরক্ষা সবেতেই দু’দেশের পারস্পরিক সহযোগিতার কথা উঠে আসে ট্রাম্পের বক্তব্যে। ধর্মীয় স্বাধীনতা নিয়ে তিনি কী বলবেন, তা নিয়ে একটা টানাপড়েনের মধ্যে ছিল শাসক দল। কিন্তু সেই পথে না গিয়ে ভারতকে সহিষ্ণু এবং শান্তিপূর্ণ দেশ হিসেবেই তুলে ধরেন ট্রাম্প।
• দক্ষিণ দিল্লির একটি স্কুলে পৌঁছলেন মেলানিয়া ট্রাম্প। স্কুলের পড়ুয়ারা তাঁকে ফুল দিয়ে বরণ করে।
• হায়দরাবাদ হাউসে সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানালেন মোদী।
• হায়দরাবাদ হাউসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
• রাজঘাটে বৃক্ষরোপন করলেন ট্রাম্প ও মেলানিয়া।
• ট্রাম্পকে গাঁধীজির মূর্তি উপহার দেওয়া হয়।
• রাজঘাটে ভিজিটর্স বুক-এ নিজেদের মন্তব্য লিখলেন ট্রাম্প ও মেলানিয়া।
• রাজঘাটে মহাত্মা গাঁধীর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করলেন ট্রাম্প।
• রাজঘাটে পৌঁছলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প।
• রাষ্ট্রপতি ভবন ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প। রাজঘাটের উদ্দেশে রওনা দিয়েছে তাঁর কনভয়।
• ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্প এবং মেলানিয়াকে পরিচয় করিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
• ডোনাল্ড ট্রাম্পকে গার্ড অব অনার দেওয়া হল।
• সস্ত্রীক ট্রাম্পকে অভ্যর্থনা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
• রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া।