ড্যানির সঙ্গে ফুটপাতে শুয়ে রয়েছে অঙ্কিত। ছবি টুইটার থেকে নেওয়া।
কুকুরের সঙ্গে জড়াজড়ি করে ফুটপাতে শুয়ে আছে একটি বাচ্চা ছেলে। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের এ রকমই একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ওই বাচ্চাটির নাম অঙ্কিত। কিন্তু কোথায় তার বাড়ি, পরিবারে কে কে আছেন— এ সব কিছুই জানে না সে। শুধু জানে তার বাবা রয়েছেন জেলে এবং মা তাকে ছেড়ে চলে গিয়েছেন। এই দুনিয়ায় তার একটাই বন্ধু। সে হল ড্যানি নামের একটি কুকুর।
দেখে মনে হয়, অঙ্কিতের বয়স হবে ৯ কি ১০ বছর। মা ছেড়ে চলে যাওয়ার পর গত কয়েক বছর ধরে বেলুন বিক্রি করে, চায়ের দোকানে কাজ করেই দিন কাটছে অঙ্কিতের। সারা দিন কাজ করে ড্যানির সঙ্গেই ফুটপাতেই ঘুমায় বাচ্চাটি। ড্যানিও সারা দিন থাকে অঙ্কিতের সঙ্গেই।
দিন ১৫ আগে এ ভাবেই ড্যানিকে নিয়ে ফুটপাতে কম্বলমুড়ি দিয়ে ঘুমচ্ছিল অঙ্কিত। তখন এক চিত্রসাংবাদিক সে দিক দিয়ে যাচ্ছিলেন। তিনি অঙ্কিতের ছবি তুলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তা ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। অঙ্কিতের খোঁজও শুরু করে মুজফ্ফরনগর জেলা পুলিশ। অবশেষে সোমবার তাকে খুঁজে পাওয়া গিয়েছে। এখন সে পুলিশের যত্নেই রয়েছে। মুজফ্ফরনগরের বিশেষ পুলিশ সুপার অভিষেক যাদব বলেছেন, ‘‘বাচ্চাটি এখন মুজফ্ফরনগর পুলিশের কাছে রয়েছে। তার ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। ওর কোনও প্রিয়জন রয়েছে কি না তা খোঁজার চেষ্টাও চালাচ্ছি। শিশু কল্যাণ দফতরকেও জানানো হয়েছে বিষয়টি।’’
ড্যানি ছাড়া হয়তো নিজের বলতে কেউ নেই অঙ্কিতের। থাকলেও অঙ্কিত তা জানে না। কিন্তু একরত্তি খুদের আত্মসম্মান বোধ প্রবল বলে জানিয়েছেন সেখানকার এক চায়ের দোকানদার। ওই দোকানে আগে কাজ করত অঙ্কিত। তার সম্পর্কে ওই দোকানি বলেছেন, ‘‘অঙ্কিতের কুকুরটি কখনও তাঁকে ছাড়ত না। যত ক্ষণ কাজ করত তত ক্ষণই কুকুরটি দোকানের এক কোণে বসে থাকত। নিজের এবং কুকুরের জন্যও কারও কাছ থেকে কিছু চাইতো না সে। কোনও কিছুই বিনামূল্যে নিত না।’’ পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি স্কুলে অঙ্কিতকে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।