National

রাজ্যের দুই-সহ দেশের ২৩টি বিশ্ববিদ্যালয় ভুয়ো! জানালো ইউজিসি

প্রতিনিয়ত ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে একটা বড় অংশই ভুয়ো। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এ দেশে রমরমিয়ে চলেছে ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়। এর মধ্যে এ রাজ্যের দু’টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ১১:৩০
Share:
০১ ২৩

বিহারে একটি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। সেটি মৈথিলি ইউনিভার্সিটি, দ্বারভাঙা।

০২ ২৩

দিল্লির বুকে রমরমিয়ে চলছে ৭টি ভুয়ো বিশ্ববিদ্যালয়। এ গুলি হল- কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ।


Advertisement
০৩ ২৩

ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি।


০৪ ২৩

ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি।


০৫ ২৩

এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, এডিআর হাউজ, নয়া দিল্লি।


০৬ ২৩

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নয়া দিল্লি।


০৭ ২৩

বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, দিল্লি।

০৮ ২৩

কর্নাটকে চলছে একটি ভুয়ো বিশ্ববিদ্যালয়। সেটি হল—বাদাগনি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, বেলগাঁও, কর্নাটক।

০৯ ২৩

কেরলেও রয়েছে একটি ভুয়ো বিশ্ববিদ্যালয়। সেটি হল সেন্ট জন্‌স ইউনিভার্সিটি, কৃষ্ণোত্তম।

১০ ২৩

মহারাষ্ট্রের ভুয়ো বিশ্ববিদ্যালয়টি হল—  রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি (নাগপুর)।


১১ ২৩

পশ্চিমবঙ্গেও রয়েছে দু’টি ভুয়ো বিশ্বিদ্যালয়। সেগুলি হল- ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন (কলকাতা)।


১২ ২৩

দ্বিতীয়টি হল ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ঠাকুরপুকুর, (কলকাতা)।


১৩ ২৩

দেশের মধ্যে উত্তরপ্রদেশে সব থেকে ভুয়ো বিশ্বিদ্যালয় রয়েছে। সেগুলি হল— বারাণসীয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয় (বারাণসী)।


১৪ ২৩

মহিলা গ্রাম বিদ্যাপীঠ/বিশ্ববিদ্যালয় (জগৎপুরী)।


১৫ ২৩

গাঁধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ (ইলাহাবাদ)।

১৬ ২৩

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি(কানপুর)।

১৭ ২৩

নেতাজি সুভাষচন্দ্র বসু ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি), আলিগড়।

১৮ ২৩

উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা।

১৯ ২৩

মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়।

২০ ২৩

ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা ফেজ-২।

২১ ২৩

গুরুকুল বিশ্বিবিদ্যালয়, বৃন্দাবন।

২২ ২৩

ওড়িশাতে রয়েছে দুটি ভুয়ো বিশ্বিদ্যালয়। সেগুলি হল— নবভারত শিক্ষা পরিষদ, রৌরকেলা।

২৩ ২৩

দ্বিতীয়টি নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ওড়িশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement