Liquor

Liquor: সওয়া এক কোটি টাকার মদ বাজেয়াপ্ত করল পুলিশ, গুঁড়িয়ে দিল রোড রোলার দিয়ে!

পুলিশ সূত্রে খবর, মদ পাচার রুখতে জেলায় গত কয়েক দিন ধরে অভিযান চালানো হচ্ছে। সেই সময় বেশ কয়েক জন মদ পাচারাকীদেরও আটক করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ১৮:১৮
Share:

মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ।

অভিযান চালিয়ে এক কোটি ৩০ লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করল পুলিশ। বাজেয়াপ্ত মদের বোতলগুলিকে একটি মাঠে নিয়ে গিয়ে রোড রোলার দিয়ে গুঁড়িয়ে দেয় তারা। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মদ পাচার রুখতে জেলায় গত কয়েক দিন ধরে অভিযান চালানো হচ্ছে। সেই সময় বেশ কয়েক জন মদ পাচারকারীকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে মোট এক কোটি ৩০ লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:

চিত্তুর যে হেতু সীমানাবর্তী জেলা তাই সহজেই ফাঁক গলে মদের পাচার হয় বলে জানিয়েছে পুলিশ। কয়েক দিন ধরেই পাচারকারীদের গতিবিধির উপর নদর রাখছিল পুলিশ। তার পরেই অভিযান চালিয়ে পাচারকারী-সহ বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করা হয়।

Advertisement

জেলার পুলিশ সুপার রিশন্থ রেড্ডি জানিয়েছেন, পাচারচক্রের পাণ্ডাকে খোঁজা হচ্ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement