Mahakal temple

মহাকাল মন্দিরের পুরোহিতদের জীবনযাপন রাজাদের মতো, বলছে শীর্ষ আদালত

বিচারপতি মিশ্র জানান, পুরোহিতদের কয়েক জন রীতিমতো ভিআইপি সুবিধা পান।

Advertisement

সংবাদ সংস্থা

উজ্জয়িনী শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ২০:২৬
Share:

ফাইল ছবি।

তাঁদের জীবনযাপন অনেক ক্ষেত্রে হার মানাবে রাজারাজরাদের। বিদেশিদের থেকেও তাঁরা অনেক বেশি বিলাসব্যসনে দিন কাটান। ‘তাঁরা’ আর কেউ নন। তাঁরা হলেন উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত ও পান্ডা। তাঁদের সম্পর্কে এমনই উপলব্ধি বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের।

Advertisement

সম্প্রতি উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়েছিলেন বিচারপতি মিশ্র। কিন্তু, সেখানকার পুরোহিতদের বিলাসী জীবন দেখে তিনি রীতিমতো তাজ্জব। বিচারপতির কথায়: ‘‘পুরোহিতেরা সব রকমের আধুনিক জীবনযাপন করেন। যা অনেক ক্ষেত্রে রাজপুত্রদের ধাক্কা দেবে।’’ বিচারপতি মিশ্র জানান, পুরোহিতদের কয়েক জন রীতিমতো ভিআইপি সুবিধা পান।

আরও পড়ুন: আইএস-যোগ আহমদ পটেলের! অভিযোগ গুজরাতের মুখ্যমন্ত্রীর

Advertisement

পাশাপাশি, মন্দিরের একটি গেস্ট হাউসের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, সেখানে রয়েছে সব রকমের আধুনিক মানের ভিআইপি ব্যবস্থা। যদিও সেখানকার শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা খুব একটা ভাল নয় বলেও মন্তব্য করেন বিচারপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement