ব্যাটারি চালিত রিকশা বা টমটম রাজ্যের মোটর ভেহিকেলস আইনের অন্তর্ভুক্ত হতে চলেছে। রাজ্য মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ত্রিপুরার পরিবহণ মন্ত্রী মানিক দে। রাজ্য সরকার ব্যাটারি চালিত যানবাহনের ক্ষেত্রে যে আলাদা ‘নিয়মনীতি’ চালু করেছিল, তাও রদ হয়েছে বলে মন্ত্রী জানান। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ব্যাটারিচালিত যানকে মোটর ভেহিকেলস আইনের আওতায় নিয়ে এসেছে। একই পথ অনুসরণ করে ত্রিপুরা সরকারও রাজ্যের ই-রিকশা বা টমটমগুলিকে এম ভি আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে। টমটম-সহ ব্যাটারি চালিত যানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে।