প্রতীকী ছবি।
শুরুতেই হোঁচট খেল এলআইসি-র শেয়ার। আইপিও-র চাহিদা দেখে বিনিয়োগকারীরা ভেবেছিলেন শেয়ার বাজারেও প্রথম দিনেই দারুণ চাহিদা হবে ভারতীয় জীবনবিমা নিগমের শেয়ারের। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টোটাই হয়েছে। ক্রেতাদের যে দামে আইপিও বিক্রি করেছিল এলআইসি, শেয়ার বাজারে তার চেয়েও কম দাম উঠল শেয়ারের।
৯৪৯ টাকায় এলআইসির আইপিও বিক্রি করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার দেখা যায়, এলআইসি শেয়ারের দাম শুরু হয়েছে ৮৬৭.২০ টাকা থেকে। দিনের শেষে ৮৭৩ টাকা পর্যন্ত উঠে এলআইসির শেয়ারের দাম। কিন্তু তার পরেও লাভের মুখ দেখাতে পারেনি আইপিও ক্রেতাদের। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৮.১১ শতাংশ কম ছিল এই শেয়ারের দাম।
উল্লেখ্য, শেয়ার মার্কেটে ইদানীং প্রায়শই এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। জোম্যাটো, পে টিএমের পর এবার এলআইসির ক্ষেত্রেও একই ধারা দেখা গেল। বিশ্লেষকদের মত, বিনিয়োগকারীরা এলআইসিতে আস্থা না রাখায় এই পরিস্থিতির শিকার হল এলআইসি।