তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।—ফাইল চিত্র।
ধর্মঘট করার ‘অপরাধে’ তেলঙ্গানা সরকার সে রাজ্যের রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ৪৮ হাজার শ্রমিককে বরখাস্ত করেছে। তাঁদের অবিলম্বে কাজে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে চিঠি পাঠাল এআইসিসিটিইউ-এর অন্তর্ভুক্ত সব ইউনিয়ন। সংগঠনগুলির তরফে এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্যের বক্তব্য, ওই কর্পোরেশনকে সরকারি সংস্থার সঙ্গে সংযুক্তিকরণ-সহ ২৬ দফা দাবি নিয়ে ধর্মঘটে কর্মচারীদের পাশাপাশি সামিল হয়েছিলেন ডিপো ম্যানেজার, সুপারভাইজারেরাও। বরখাস্তের নোটিস প্রত্যাহার করে ইউনিয়ন নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবির নিষ্পত্তি করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তাঁরা।