পুজোর পরেই পথে বাম

প্রশ্ন, উৎসবের মরসুমে এই প্রতিবাদ কর্মসূচিতে মানুষ সাড়া দেবেন, না কি বিরক্ত হবেন? সিপিএমের বাংলার নেতারা মানছেন, পশ্চিমবঙ্গে পুজোর ঠিক পরে পরেই লক্ষ্মীপুজোর মধ্যে বড় মাপের প্রতিবাদ কর্মসূচি করা কঠিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৭
Share:

ফাইল চিত্র।

সব মণ্ডপে হয়তো দুর্গাপুজোর প্রতিমা তত দিনে বিসর্জনও হবে না। মানুষ ব্যস্ত থাকবেন লক্ষ্মীপুজো নিয়ে। তার মধ্যেই দ্বাদশীর দিন থেকে আর্থিক সঙ্কট ও সাধারণ মানুষের সমস্যার প্রতিবাদে সিপিএম-সহ পাঁচ বাম দল দেশ জুড়ে প্রতিবাদে নামছে। এক সপ্তাহের এই প্রতিবাদ কর্মসূচি শুরু হবে ১০ অক্টোবর থেকে। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

Advertisement

প্রশ্ন, উৎসবের মরসুমে এই প্রতিবাদ কর্মসূচিতে মানুষ সাড়া দেবেন, না কি বিরক্ত হবেন? সিপিএমের বাংলার নেতারা মানছেন, পশ্চিমবঙ্গে পুজোর ঠিক পরে পরেই লক্ষ্মীপুজোর মধ্যে বড় মাপের প্রতিবাদ কর্মসূচি করা কঠিন। অন্যান্য রাজ্যে প্রতিবাদ কর্মসূচি হবে। সিপিএম, সিপিআই, সিপিআই (এমএল), ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি এই কর্মসূচিতে যোগ দিচ্ছে। দাবি তোলা হবে, কর্মসংস্থান বাড়াতে সরকারি খরচ বাড়াতে হবে। ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ৩ হাজার টাকার ন্যূনতম পেনশন দিতে হবে। মন্দার ফলে ছাঁটাই হওয়া কর্মীদের
দিন গুজরানের জন্য সরকারকে ন্যূনতম বেতন নিশ্চিত করতে হবে। ১০০ দিনের কাজের প্রকল্পে ন্যূনতম ২০০ দিনের কাজের বন্দোবস্ত করতে হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বন্ধ এবং এককালীন কৃষিঋণ মকুব করারও দাবি তুলবেন বামেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement