উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম তেলের ডিপো তৈরি হচ্ছে কাছাড় জেলার ময়নারবন্দে। আজই সেখানে নির্মাণকাজের শিলান্যাস হয়। আনুষ্ঠানিক ভাবে কাজ শুরুর সূচনা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ।
এই উপলক্ষ্যে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদীর সরকার দেশজুড়ে উন্নয়নকে ছড়িয়ে দিতে চাইছে।’’ তিনি আশা করছেন, নির্ধারিত চার বছর সময়ের মধ্যে ডিপোর যাবতীয় কাজকর্ম শেষ হবে। এর পরই এই অঞ্চলের মানুষের বিভিন্ন দিক থেকে উপকার মিলবে। প্রথমত, তেলের অনিশ্চয়তা কাটবে। দ্বিতীয়ত, স্থানীয়দের নিযুক্তির জায়গা গুরুত্ব পাবে। আইওসি সূত্রে জানা গিয়েছে, ১৩৫ বিঘা জমিতে ওই ডিপো নির্মিত হচ্ছে। ৩০ হাজার ৯৬৮ কিলোলিটার পেট্রোলিয়াম সামগ্রীর মজুত-ক্ষমতা গড়ে তোলা হবে সেখানে। পেট্রোল, ডিজেলের সঙ্গে থাকবে বিমানের জ্বালানিও। সেখান থেকে পেট্রোল পাম্পগুলিতে যেমন তেল দেওয়া হবে, তেমনই অন্যান্য ছোটখাটো মজুতভাণ্ডারগুলিকেও সরবরাহ করা হবে। এই সময়ে শিলচরের শহরতলি রামনগরে রয়েছে তেলের ডিপো। এর ধারণ ক্ষমতা ১৮ হাজার ৬৬৪ কিলোলিটার। ১৯৮৭ সাল থেকে সেটি কাজ করছে। কিন্তু বর্তমানে তেলের চাহিদা এত বাড়ছে যে, ডিপোর ধারণক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়ে। কিন্তু রামনগরে ৮ একর জমির উপর সম্প্রসারণের সুযোগ ছিল না। তাই ময়নারবন্দে ব্রডগেজ ট্র্যাক সংলগ্ন স্থানে মেগা-ডিপো তৈরির কাজ হাতে নিতে হয়।