পঞ্জাবের আটারি সীমান্তে দেশের অন্যতম বৃহত্ জাতীয় পতাকা উত্তোলন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
প্রশাসনিক আধিকারিকরা জানান, ১২০ ফুট বাই ৮০ ফুটের এই বিশালকায় পতাকাটি টাঙানো রয়েছে ৩৬০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগপোস্টে। আটারি সীমান্তে বহু পর্যটক প্রতি দিন ভিড় করেন ‘বিটিং দ্য রিট্রিট’ দেখতে। আটারি সীমান্ত পর্যটকদের আকর্ষণের আরও একটা কারণ হল এই বিশালকায় জাতীয় পতাকা। প্রায় সাড়ে ৩ কোটি টাকা খরচ করে পতাকাটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: মার্কিনদের ঠকিয়ে ১৯২ কোটি টাকার প্রতারণা, ধরা পড়লেন শ্যাগি
অমৃতসরের ডেপুটি কমিশনার কমলদীপ সিংহ সাঙ্গা বলেন, “বিষয়টি নিয়ে পঞ্জাব সরকারকে জানিয়েছি। একটা বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছি। সেই কমিটিই ঠিক করবে জাতীয় পতাকাটির মাপ কত রাখা উচিত। আপাতত পতাকা উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”