Chhatisgarh

Langur: ‘জিমন্যাস্ট’ হনুমান! দু’হাতে হেঁটে আলের উপর আমোদ, দেখে আমোদ পাবেন আপনিও

দু’হাত, দু’পায়ে নয়, জমির আলের উপর দিয়ে দু’হাতে ভর দিয়ে পা দুটোকে শূন্যে তুলে হাঁটছিল হনুমানটি। দেখে মনে হবে যেন হনুমানটি প্রশিক্ষণপ্রাপ্ত!

Advertisement

সংবাদ সংস্থা

রাইপুর শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৪:৪৮
Share:

হনুমানের কেরামতি। ছবি সৌজন্য টুইটার।

দেখে মনে হবে ঠিক যেন প্রশিক্ষণপ্রাপ্ত জিমন্যাস্ট! না, এই ‘জিমন্যাস্ট’ কোনও মানুষ নয়। হনুমান। এ এক ‘প্রতিভাবান’ হনুমান।

Advertisement

সম্প্রতি হনুমানের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ছত্তীসগঢ়ের বেমেতরা জেলার কোনও গ্রামীণ এলাকার। এক গাছ থেকে আর এক গাছ, এক বাড়ির ছাদ থেকে লাফ মেরে অন্য বাড়ির ছাদে— হনুমানের এমন তাণ্ডবের দৃশ্য আমরা দেখেই থাকি। কিন্তু হনুমানকে কখনও ‘জিমন্যাস্টিক্স’ করতে দেখেছেন?

বিশ্বাস না হলে, ভিডিয়োতে দেখে নিন। হনুমানের এমন ব্যালান্স দেখলে আপনিও আমোদিত হবেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ধানক্ষেত। সেই জমিতে আল দেওয়া। আর সেই আলের উপরই দেখা গেল ‘প্রতিভাবান’ সেই হনুমানকে।

Advertisement

দু’হাত, দু’পায়ে নয়, জমির আলের উপর দিয়ে দু’হাতে ভর দিয়ে পা দুটোকে শূন্যে তুলে হাঁটছিল হনুমানটি। দেখে মনে হবে যেন হনুমানটি প্রশিক্ষণপ্রাপ্ত! জ্ঞানেন্দ্র তিওয়ারি নামে এক সাংবাদিক হনুমানের এই কেরামতির ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement