Landslides in Himachal Pradesh

ধসে বিধ্বস্ত হিমালয়ের দুই রাজ্য, জোশীমঠের কাছে বাড়ি ভেঙে প্রাণ হারালেন দু’জন

পুলিশ সূত্রে খবর, অলকানন্দা নদীর ধারে খননকার্যের সঙ্গে যুক্ত কর্মীরা ওই দোতলা বাড়ির ভিতর ছিলেন। হঠাৎ ধসের কারণে সেই বাড়িটি ভেঙে পড়ায় তার তলায় আটকে পড়েন কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ১০:৫৮
Share:

ধস পরবর্তী অবস্থা। ছবি: পিটিআই।

এক দিকে মেঘভাঙা বৃষ্টি, অন্য দিকে ধসের জের। রবিবার রাত থেকে প্রকৃতি যেন তার ‘ধবংসলীলা’ দেখিয়ে চলেছে হিমালয়ের দুই রাজ্যে। মঙ্গলবার উত্তরাখণ্ডের চামোলি জেলার কাছে হেলাং গ্রামে দোতলা বাড়ি ভেঙে তার তলায় চাপা পড়ে যান সেখানকার বাসিন্দারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করা হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকাজের পর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় বদ্রীনাথ সড়কপথে পিপালকোটি এবং জোশীমঠের মধ্যবর্তী এলাকায় হেলাং গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অলকানন্দা নদীর ধারে খননকার্যের সঙ্গে যুক্ত কর্মীরা ওই দোতলা বাড়ির ভিতর ছিলেন। হঠাৎ ধসের কারণে সেই বাড়িটি ভেঙে পড়ায় তার তলায় আটকে পড়েন কর্মীরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ধসের কবল থেকে রক্ষা পায়নি হিমাচল প্রদেশও। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হিমাচল প্রদেশের শিমলার কৃষ্ণনগর এলাকায় ধসের কারণে ভেঙে পড়ে চারটি বাড়ি। ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে মারা যান দু’জন। আশঙ্কা করা হচ্ছে এখনও অন্তত পাঁচ থেকে দশ জন আটকে রয়েছেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও উদ্ধারকাজ চালাচ্ছে।

Advertisement

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন। ওই এলাকা খালি করে দেওয়ার নির্দেশও দেন তিনি। রাজ্যের পরিস্থিতি লক্ষ করে বুধবার সেখানকার সমস্ত স্কুল এবং কলেজ বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement