জলের নীচ থেকে ফুলে উঠছে মাটি। ছবি সৌজন্য ফেসবুক।
নিজে থেকেই ক্রমাগত ঠেলে উপরের দিকে উঠতে শুরু করল একটি জলা জায়গার মাটি। দেখে মনে হচ্ছে ভিতরে কেউ হাওয়া ভরে দিচ্ছে আর জমি বেলুনের মতো ফুলে উঠছে। হরিয়ানার এমনই একটি ভিডিয়োকে ঘিরে উত্তাল নেটদুনিয়া।
১ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপ। তাতে দেখা যাচ্ছে জলের নীচে ডুবে থাকা জমি আচমকাই উপরের দিকে উঠতে শুরু করেছে। বিশাল অংশ জুড়ে মাটি এমন ভাবে ফুলে ওঠার কারণ খুঁজতে মরিয়া নেটাগরিক।
অনেকেই অনেক রকম তথ্য তুলে ধরেছেন। যদিও এই ঘটনার আসল কারণ কী তা জানা যায়নি। ভিডিয়ো দেখে নেটাগরিকদের কেউ বলেছেন, ‘টেকটনিক প্রক্রিয়ার কারণে এমনটা হয়েছে।’ কেউ আবার সেই যুক্তিকে খণ্ডন করে পাল্টা দাবি করেছেন যে, ‘জমির নীচে মিথেন গ্যাস জমে গিয়েছিল। সেগুলো বেরোনোর চেষ্টা করতেই মাটি ফুলে উঠেছে।’ কেউ আবার মজা করে বলেছেন, ‘মনে হয়ে এখানে আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে।’