—ফাইল চিত্র।
আরজেডি নেতা লালুপ্রসাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসাগত ভাবে তাঁর কোনও ঝুঁকি নেই বলে জানালেন ঝাড়খণ্ডের আইজি (কারা) বীরেন্দ্র ভূষণ। সম্প্রতি উমেশ প্রসাদ নামে রাঁচীর ‘রিমস’-এর এক চিকিৎসককে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে খবর হয়েছিল যে, লালুর কিডনি ২৫ শতাংশ কাজ করছে। ‘অনুমোদন ছাড়া’ ওই বিবৃতির জন্য চিকিৎসককে কারণ দর্শাতে বলা হয়। চিকিৎসক জানান, তিনি সংবাদমাধ্যমে কোনও কথা বলেননি।