Lalu Prasad Yadav

এমসে সঙ্কটজনক লালু, টুইটারে আরোগ্য কামনা করলেন মমতা

দীর্ঘ দিন ধরেই হৃদরোগে ভুগছেন ৭২ বছরের লালু। বাইপাস সার্জারিও হয়ে গিয়েছে তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৬:২৬
Share:

লালুপ্রসাদের আরোগ্য কামনা মমতার। —ফাইল চিত্র।

ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে সবে। এ ছাড়াও প্রায় এক ডজন রোগ বাসা বেঁধেছে শরীরে। ইতিমধ্যেই রাঁচি থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)– এ সরিয়ে আনা হয়েছে তাঁকে। তবে এখনও সঙ্কট কাটেনি লালুপ্রসাদ যাদবের। বরং তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এই মুহূর্তে এমসের কার্ডিয়োথোরাসিক এবং নিউরোসায়েন্সেস সেন্টারে ভর্তি রয়েছেন লালু। হৃদরোগ বিশেষজ্ঞ রাকেশ যাদবের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। লালুর পাশে থাকতে দিল্লিতে পৌঁছেছেন তাঁর পরিবারের সদস্যরাও। এ ছাড়াও যাদব পরিবারের ঘনিষ্ঠ তথা রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভোলা যাদবও রাজধানীতেই রয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এমস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই হৃদরোগে ভুগছেন ৭২ বছরের লালু। বাইপাস সার্জারিও হয়ে গিয়েছে। হৃদপিণ্ডের মহাধমনী এবং তার কপাটিকা ( অ্যাওর্টিক ভালভ) পাল্টানো হয়েছে। এ ছাড়াও কিডনির সমস্যাও রয়েছে। ডায়লিসিসের প্রয়োজন না থাকলেও লালুর কিডনির মাত্র ৩০ শতাংশ কার্যকর এই মুহূর্তে। উচ্চ রক্তচাপ এবং সুগারের সমস্যাও রয়েছে তাঁর। তাই বিশেষ সতর্কতা নিচ্ছেন চিকিৎসকরা।

Advertisement

আরজেডি সুপ্রিমো লালুর আরোগ্য কামনা করে ইতিমধ্যেই টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার টুইটারে তিনি লেখেন, ‘লালুপ্রসাদজির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছি। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি’।
পশুখাদ্য দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত লালু ২০১৭-র ডিসেম্বর থেকে সাজা ভোগ করছেন। শারীরিক অসুস্থতার জেরে যদিও বেশির ভাগ সময়টাই রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস)-এ কাটিয়েছেন তিনি। সম্প্রতি সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। যে কারণে তড়িঘড়ি তাঁকে এমসে স্থানান্তরিত হয়। তার জন্য রিমস থেকে গ্রিন করিডর তৈরি করে অ্যাম্বুল্যান্সে করে প্রথমে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় তাঁকে। তার পর এয়ার অ্যাম্বুল্যান্সে করে আনা হয় এমসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement