ইউটিউব দেখতে ব্যস্ত ল্যাব অ্যাটেনড্যান্ট। ছবি: সংগৃহীত।
ইউটিউব দেখে অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছিল বিহারে। তার জেরে এক কিশোরের মৃত্যু হয়েছিল। বেসরকারি হাসপাতালের সেই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল। তার এক মাসের মধ্যেই ঠিক একই রকম ঘটনা প্রকাশ্যে এল। তবে এ বার অভিযোগ উঠল রাসজস্থানের এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে।
রাজস্থানের জোধপুরে এক সরকারি হাসপাতালে ইসিজি করাতে গিয়েছিলেন এক রোগী। তাঁর আত্মীয়ের অভিযোগ, ইসিজি করানোর জন্য ল্যাব টেকনিশিয়ান নেই বলে জানিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। তিনি ছুটিতে রয়েছেন বলেও জানিয়ে দেওয়া হয়। কিন্তু ইসিজি কে করবে? এই প্রশ্ন করতেই ল্যাব অ্যাটেনড্যান্ট এগিয়ে আসেন। দাবি করেন, ল্যাব টেকনিশিয়ানের পরিবর্তে ইসিজি করবেন তিনিই।
এ কথা শুনে রোগী এবং তাঁর আত্মীয়েরা একটু অবাকই হন। আপত্তিও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু ল্যাব অ্যাটেনড্যান্ট তাঁদের আশ্বস্ত করেন যে, সব ঠিকঠাকই হবে। তাঁর কথা মতো রোগী এবং তাঁর আত্মীয়রা ইসিজি করানোয় সায় দেন। কিন্তু তার পরের ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তাঁরা। রোগীর পরিবারের অভিযোগ, ওই ল্যাব অ্যাটেনড্যান্ট মোবাইলে ইউটিউব খোলেন। তার পর সেখান থেকে ইসিজি কী ভাবে করতে হয় তার ভিডিয়ো দেখতে শুরু করেন এবং সেই ভাবে ইসিজি করানোর জন্য প্রস্তুতি নেন। ল্যাব অ্যাটেনড্যান্টের এই কাণ্ড দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন রোগী এবং তাঁর আত্মীয়েরা। তাঁরা প্রতিবাদ করেন। ইসিজি না করিয়েই বেরিয়ে আসেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই হাসপাতালের অধ্যক্ষ বিএস জোধা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।