Kunal Ghosh

TMC-Congress: কংগ্রেস নীরব, তৃণমূল হাত গুটিয়ে বসে থাকবে না, একাধিক প্রশ্ন তুলে টুইট বার্তা কুণালের

তৃণমূলের মুখপত্রের সম্পাদকীয়তেও কংগ্রেস ভূমিকার তীব্র সমালোচনা করে বলা হয়েছে, ‘বড় বিরোধী দল হিসাবে কংগ্রেস যেন পার্টিকে ডিপফ্রিজে বন্দি করে রেখেছে।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১২:৩৫
Share:

কংগ্রেসকে নিশানা করে কুণাল ঘোষের টুইট ফাইল ছবি

বিরোধী জোটে কংগ্রেস থাকবে আর পাঁচটা আঞ্চলিক দলের মতো— সূত্রের খবর, বুধবারই এ বিষয়ে একমত হয়েছেন শরদ পওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই সিদ্ধান্তের স্বপক্ষে টুইট করে কংগ্রেসের উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

ধারবাহিক তিনটি টুইট করে কুণাল লেখেন, ‘কখনই কংগ্রেসকে বাদ রাখার কথা বলেননি(মমতা)। বিজেপি-বিরোধী জোট শক্ত করতে কিছু প্রস্তাব দিয়েছেন। কংগ্রেস এখনও নীরব। তৃণমূল হাত গুটিয়ে বসে থাকবে না। মানুষ যেখানে চাইছেন, আমরা সাধ্যমতো দল বিস্তার করব। বাকিটা পরে শীর্ষ নেতৃত্ব যথাসময়ে সিদ্ধান্ত নেবেন।’

Advertisement

কংগ্রেসের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, বিরোধী শক্তির কর্মসূচি নিয়ে তারা নীরব কেন? লোকসভা-সহ বহু নির্বাচনে তারা বিজেপিকে রুখতে ব্যর্থ কেন? সরকার পরিচালনার জন্য গঠিত ইউপিএ-র নেতৃত্বে পরবর্তী কালে বিরোধী পক্ষের গণআন্দোলনের মঞ্চ হল তৈরি না কেন?

রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে কুণাল লেখেন, ‘কংগ্রেস নেতারা মনে রাখুন, এ বার বিধানসভা নির্বাচনে বিজেপি যখন তৃণমূলকে হারাতে সর্বশক্তিতে নেমেছিল, তখন তারাও সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির উদ্দেশ্য সাধনের যন্ত্র হিসেবে কাজ করেছে। তারা শূন্য পেয়েছে। তৃণমূল জিতেছে। তাই তাদের মুখে বিজেপির বিরোধিতা নিয়ে জ্ঞানের কথা মানায় না।’

Advertisement

কংগ্রেস অবশ্য এর বিপরীত অবস্থানেই রয়েছে। বৃহস্পতিবার মোদীর সঙ্গে তুলনা করে মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন দলের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুররজেওয়ালা। তিনি বলেন, ‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রে রয়েছে কংগ্রেস। সেই কেন্দ্রেকে দুর্বল করে করে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায় না।’

তৃণমূলের মুখপত্রের সম্পাদকীয়তেও বিরোধী হিসাবে কংগ্রেস ভূমিকার তীব্র সমালোচনা করে বলা হয়েছে, ‘বড় বিরোধী দল হিসাবে কংগ্রেস যেন পার্টিকে ডিপফ্রিজে বন্দি করে রেখেছে। সামান্য লোক দেখানো আন্দোলন ছাড়া নেতারা কার্যত ঘরবন্দি, টুইট সর্বস্ব। কিন্তু এই মুহূর্তে বিরোধী শক্তির জোটের দরকার। সেই দায়িত্ব বিরোধীরাই দিয়েছেন তৃণমূল নেত্রীকে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement