ধসে ভেঙে গিয়েছে মণিকরণ গুরুদ্বার সংলগ্ন বাড়িটি। ছবি: এএফপি।
হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ ধসে চাপা পড়ে মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন ১০ জন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে হঠাত্ই হুড়মুড় করে পাহাড় থেকে ধস নেমে আসে কুলুর মণিকরণ গুরুদ্বার সংলগ্ন একটি বাড়ির উপর। তাতে চাপা পড়ে মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন ১০ জন। ধসের নীচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা প্রশাসনের। কুলুর ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ কানওয়ার জানান, ধসের নীচ থেকে ৮টি দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজের জন্য গুরুদ্বার কর্তৃপক্ষের সাহায্য চেয়েছে জেলা প্রশাসন। তিন তলা ওই বাড়িটিতে সে সময় অনেক লোক ছিলেন। ধসের নীচে আর কেউ চাপা পড়ে আছেন কি না তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। উদ্ধারকারী দলের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।