Indigo Flight

যান্ত্রিক ত্রুটি, ১৭২ যাত্রী নিয়ে ভোপালে জরুরি অবতরণ কলকাতাগামী বিমানের

বিমানের যাত্রী এবং কর্মীরা সুরক্ষিত বলে এক বিবৃতিতে জানিয়েছেন ভোপাল বিমানবন্দর অধিকর্তা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৬:০১
Share:

ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের।

মাঝ আকাশে আচমকা যান্ত্রিক ত্রুটি। তার জেরে গন্তব্যে পৌঁছনোর আগেই ভোপালে জরুরি অবতরণ করতে বাধ্য হল সুরাত থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহি বিমান।

Advertisement

ভোপাল বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর ওই বিমানটি সুরাত থেকে ১৭২ জন যাত্রীকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ওড়ার কিছু ক্ষণের মধ্যে আচমকাই যান্ত্রিক গন্ডগোল দেখা দেয়। যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-র সঙ্গে। শেষপর্যন্ত এটিসি-র নির্দেশে মাঝপথ থেকে ফিরে এসে ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই যাত্রীবাহি বিমানটি। হাঁফ ছেড়ে বাঁচেন উদ্বিগ্ন যাত্রীরাও। বিমানের যাত্রী এবং কর্মীরা সুরক্ষিত বলে এক বিবৃতিতে জানিয়েছেন ভোপাল বিমানবন্দর অধিকর্তা।

ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে মাঝ আকাশে বিমানটিতে গন্ডগোল দেখা দিয়েছিল যার জেরে জরুরি অবতরণ করতে হল, তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: ঢাক, কীর্তন থেকে সুচিত্রা-স্মরণ, বাঙালি মন ছুঁতে মরিয়া কৈলাস

আরও পড়ুন: রাজ্যে কর্মসংস্থান বেড়েছে বলে কেন্দ্রকে তোপ ডেরেকের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement