ফাইল চিত্র।
নরেন্দ্র মোদী সরকারের ‘বিশ্বাসঘাতকতা’র প্রতিবাদে রাস্তা অবরোধে নামল সংযুক্ত কিসান মোর্চা। জেলায় জেলায় রবিবার দু’ঘণ্টা জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ কর্মসূচি হল তাদের ডাকে। কৃষক সংগঠনগুলির দাবি, জাতীয় ও রাজ্য স্তরে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের জন্য এমএসপি আইন প্রণয়ন করতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে দিল্লির কৃষক আন্দোলনে ‘শহিদ পরিবার’গুলির জন্য ক্ষতিপূরণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও তুলেছে তারা। কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির রাজ্য শাখার তরফে অমল হালদার ও কার্তিক পাল জানিয়েছেন, রাজ্যে মেধা-তালিকাভুক্ত শিক্ষক-প্রার্থীদের চাকরি দেওয়ার দাবিও তাঁদের আন্দোলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কথাও বলেছেন তাঁরা।