Kiren Rijiju

বাজেট-পর্ব নির্বিঘ্নে সারতে সবার সঙ্গে কথা চান রিজিজু

আদানি বিতর্ককে সামনে রেখে শীতকালীন অধিবেশনের শুরু হয়েছিল, যা শেষ হল অম্বেডকর বিতর্ক দিয়ে। সব মিলিয়ে কাজ হয়েছে ৬২ ঘণ্টা। মোট অধিবেশনের যা কেবল ৫৭.৮ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ০৬:৪১
Share:

কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। —ফাইল চিত্র।

মধুরেণ সমাপয়েৎ হল না! বরং সংঘাতের আবহেই শেষ হল সংসদের শীতকালীন অধিবেশন। এ দিকে আগামী এক মাসের মধ্যেই শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। সেই অধিবেশন যাতে সুষ্ঠু ভাবে চালানো যায়, তার জন্য রাহুল গান্ধী-সহ বিরোধী দলনেতাদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলবেন বলে জানালেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু।

Advertisement

আদানি বিতর্ককে সামনে রেখে শীতকালীন অধিবেশনের শুরু হয়েছিল, যা শেষ হল অম্বেডকর বিতর্ক দিয়ে। সব মিলিয়ে কাজ হয়েছে ৬২ ঘণ্টা। মোট অধিবেশনের যা কেবল ৫৭.৮ শতাংশ। বাজেট অধিবেশনে ছবিটি পাল্টাতে চান রিজিজু। তাই আজ তিনি বলেন, ‘‘এ যাত্রায় বিষয় উপদেষ্টা কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পক্ষে সব দল রাজি হলেও কার্যক্ষেত্রে তা হয়নি। ভবিষ্যতে অধিবেশনে যাতে এমন না হয়, তার জন্য সব দলের সঙ্গে কথা বলা হবে।’’ তিনি জানান, বাজেট অধিবেশন যাতে মসৃণ ভাবে চলে, তা নিশ্চিত করতে প্রয়োজনে রাহুল গান্ধীরও সঙ্গে কথা বলবেন তিনি। যা সংঘাতের আবহে শাসক শিবিরের বিরোধীদের কাছে পৌঁছনোর প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।

কিন্তু গত কাল এফআইআর দায়েরের পরে আজ যে ভাবে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, তাতে দু’শিবিরের দূরত্ব কমা কঠিন বলে মনে করছেন রাজনীতিকদের একাংশ। তবে অচলাবস্থা চলাকালীন বিরোধীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সরকার কোনও বিল পাশ করেনি বলেই জানান রিজিজু। তিনি বলেন, ‘‘হট্টগোলের মধ্যে বিল পাশ করিয়ে নেওয়ার সুযোগ থাকলেও তা করা হয়নি। সরকার চায়, প্রত্যেক বিল পাশ করানোর আগে তা নিয়ে বিস্তারিত আলোচনা হোক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement