Kerala Nurse

ট্রেনে স্বাস্থ্য সচেতনতার পাঠ অবসরপ্রাপ্ত নার্সের! মুগ্ধ হয়ে শুনলেন যাত্রী, টিকিট পরীক্ষকেরাও

২০০৭ সালে রাজ্যের সেরা নার্সের পুরস্কার পেয়েছিলেন পুলোমাজা। বর্তমানে তিনি আলাপ্পুঝায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা প্রসারের কাজও করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৩১
Share:

যাত্রীদের স্বাস্থ্য সচেতনতার পাঠ পড়াচ্ছেন অবসরপ্রাপ্ত নার্স পুলোমাজা। ছবি: সংগৃহীত।

৩১ বছর নার্সের চাকরি করার পর অবসর নিয়েছেন তিনি। কিন্তু এত বছর ধরে রোগীদের সেবা, তাঁদের ওষুধ দেওয়া, স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার মতো যে কাজ করে গিয়েছেন, অবসর নিলেও সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেননি বৃদ্ধা পুলোমাজা। যখনই তিনি বাস বা ট্রেন সফরে বার হন, তিনি আবার নার্সের ভূমিকায় ফিরে আসেন।

Advertisement

পথ চলতে চলতেই যাত্রীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করেন। কোনটা করা উচিত, কোনটা নয় ইত্যাদি নিয়ে যাত্রীদের পাঠ পড়ান। আর যাত্রীদের বেশির ভাগই তাঁর সেই বার্তা মুগ্ধ হয়ে শোনেন। তিনি কেরলের অবসরপ্রাপ্ত নার্স পুলোমাজা। তাঁর একটি ভিডিয়ো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জের কাছে পৌঁছতে তিনিও পুলোমাজার এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

গত ১৯ ডিসেম্বর মাভেলি এক্সপ্রেস করে যাচ্ছিলেন পুলোমাজা। মুকাম্বিকা থেকে বাড়ি ফিরছিলেন। পুলোমাজা জানান, ট্রেনের যাত্রীদের সঙ্গে পরিচয় হতেই শুরু হয় স্বাস্থ্য নিয়ে আলোচনা। বিষয় ছিল অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত, না কি নয়। আর সেই আলোচনা এবং যাত্রীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার পাঠ ভাইরাল হতেই স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ পুলোমাজার সঙ্গে কথা বলেন। তাঁর এই ভূমিকার জন্য অভিনন্দনও জানান। পুলোমাজা বলেন, ‘‘স্বাস্থ্যমন্ত্রী আমার ভিডিয়ো দেখার পরই যোগাযোগ করেন। আমার সঙ্গে সশরীরে সাক্ষাৎ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।’’ স্থানীয় সূত্রে খবর, ২০০৭ সালে রাজ্যের সেরা নার্সের পুরস্কার পেয়েছিলেন পুলোমাজা। বর্তমানে তিনি আলাপ্পুঝায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা প্রসারের কাজও করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement