kerala

Constitution: ‘মানুষকে লুট করে, শোষণকে প্রশ্রয় দেয়’! সংবিধান নিয়ে কেরলের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

সংবিধান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন কেরলের মন্ত্রী সাজি চেরিয়ান। বলেছেন, ‘‘সাধারণ মানুষকে লুট করতে সাহায্য করে ভারতীয় সংবিধান।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ১৪:২১
Share:

ফাইল চিত্র।

দেশের সংবিধান নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেরলের মন্ত্রী সাজি চেরিয়ান। সাধারণ মানুষকে লুট করতে সাহায্য করে ভারতীয় সংবিধান— এমন মন্তব্য করেছেন ওই মন্ত্রী।

Advertisement

এই প্রসঙ্গে কেরলের ওই মন্ত্রী বলেছেন, ‘‘আমরা সকলে বলি যে, আমাদের সংবিধান সুন্দর ভাবে লেখা হয়েছে। তবে আমি বলব, এমন ভাবে সংবিধান লেখা হয়েছে, যা মানুষকে লুট করতে সাহায্য করে। ব্রিটিশদের নির্দেশানুয়ায়ী সংবিধান বানিয়েছে ভারত।’’

তাঁর কথায়, ‘‘ভারত এমন একটা দেশ, যা কর্মীদের বিক্ষোভকে অনুমোদন করে না। কারণ ভারতীয় সংবিধান। এটা এমন একটা সংবিধান যা শ্রমিকদের শোষণকে প্রশ্রয় দেয়। অম্বানী ও অদানিদের এত বাড়বাড়ন্ত দেশে, তার কারণও সংবিধান। কত জন আর ওঁদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন? আদালত, সংসদ কর্পোরেটদের সঙ্গে। মোদী সরকার যা সিদ্ধান্ত নেয়, তা পুঁজিবাদীদের স্বার্থের কথা ভেবে...। যোগ্য পারিশ্রমিকের দাবি জানাতে পারেন না কর্মীরা। এমনকি, তাঁরা যদি আদালতে যান, তা হলে রায় যাবে পুঁজিবাদীদের পক্ষে...।’’

Advertisement

কেরলের মন্ত্রীর এ হেন মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement