Medical Student's Death in Kerala

তিন মাস কোমায় থাকার পর মৃত্যু কেরলের ডাক্তারি পড়ুয়ার, হস্টেলে হেনস্থা হয়ে আত্মহত্যার চেষ্টা করেন

কেরলের কোট্টায়নের বাসিন্দা চৈতন্য কুমারী। কাসারগড়ের মনজ়ুর হসপিটার অ্যান্ড স্কুল অব নার্সিং-এ ডাক্তারি নিয়ে পড়ছিলেন। তিনি নার্সিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৭:১০
Share:
কোঝিকোড়ে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু। প্রতীকী ছবি।

কোঝিকোড়ে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু। প্রতীকী ছবি।

তিন মাস কোমায় থাকার পর মৃত্যু হল কেরলের ডাক্তারি পড়ুয়া চৈতন্য কুমারীর। রবিবার তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

Advertisement

কেরলের পানাতুরের বাসিন্দা চৈতন্য কুমারী। কাসারগোড়ের মনজ়ুর হসপিটার অ্যান্ড স্কুল অব নার্সিং-এ পড়ছিলেন। তিনি নার্সিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। তাঁরা তিন ভাইবোন। বাবা পেশায় কৃষক। আর্থিক অনটনের মধ্যেও নার্সিং পড়ার জন্য তাঁর অভিভাবক চেষ্টা চালিয়ে চৈতন্যকে কাসারগোড়ের নার্সিং কলেজে ভর্তি করান।

সেখানেই হস্টেলে থেকে পড়াশোনা করতেন। পুলিশ সূত্রে খবর, হস্টেল ওয়ার্ডেনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন চৈতন্য কুমারী। পুলিশ সূত্রে খবর, শরীর খারাপ থাকায় এক দিন তা়ড়াতাড়ি হস্টেলে ফিরে এসেছিলেন চৈতন্য কুমারী। অভিযোগ, তাঁকে অসুস্থ দেখেও ওয়ার্ডেন কোনও ব্যবস্থা নেননি। বরং তাঁকে নানা ভাবে হেনস্থা করেন এবং জল, খাবার না দেওয়ার নির্দেশও দেন বলে অভিযোগ। গত ৭ ডিসেম্বর ক্লাস সেরে হস্টেলে ফিরে আসেন চৈতন্য। তার পরই আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করে ম্যাঙ্গালুরু, কান্নুর এমনকি কোঝিকোড়ের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু কোমায় চলে গিয়েছিলেন চৈতন্য। রবিবার কোঝিকোড়ের সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Advertisement

চৈতন্যের মৃত্যুর পরই হস্টেলে ওয়ার্ডেনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন অন্য ছাত্রীরাও। তাঁদের দাবি, হস্টেলকে ‘জেলখানা’ বানিয়ে রেখেছেন ওয়ার্ডেন। এই ঘটনায় বিক্ষোভ বাড়তে থাকাব ওয়ার্ডেনকে সরিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement