আইফোনের টানে দুবাইতে ধীরাজ পাল্লিয়িল। ছবি: সংগৃহীত।
নতুন আইফোন বাজারে আসার পর ভক্ত-গ্রাহকদের উন্মাদনার নিত্য নতুন গল্প ভাইরাল হয়। প্রতি বছর সেপ্টেম্বরে সে সব শোনা যায়। কিন্তু কেরলের এই যুবক উন্মাদনায় অনেককেই পিছনে ফেলেছেন। প্রথম দিনই হাতে চাই আইফোন ১৪ প্রো। তাই কেরল থেকে দুবাই পাড়ি দিয়েছেন ধীরাজ পাল্লিয়িল।
ধীরাজ কোচিতে থাকেন। ব্যবসা রয়েছে তাঁর। ৮ সেপ্টেম্বর দুবাই পাড়ি দেন। উদ্দেশ্য, আইফোনের নতুন মডেল বাজারে এলেই কিনে নেবেন। সেজন্য ৪০ হাজার টাকা খরচ করে বিমানের টিকিট কিনতেো দ্বিধা করেননি ধীরাজ।
শেষ পর্যন্ত সোমবার সকালে দুবাইয়ের মারডিফ সিটি সেন্টারে সকালে ৭টায় গিয়ে লাইন দেন ধীরাজ। প্রথম দিন ১০০ জন লাইন দিয়েছিলেন দোকানে। তাঁদের মধ্যে সবার সামনে ছিলেন ধীরাজ। ভারতীয় মুদ্রায় এক লক্ষ ২৯ হাজার টাকায় মোবাইলটি কিনে ফেলেন তিনি।
তবে এই প্রথম নয়। জানা গিয়েছে, এর আগে আরও তিন বার বাজারে আসার প্রথম দিন আইফোন হাতে পাবেন বলে দুবাই ছুটেছিলেন ধীরাজ। ২০১৯ সালে আইফোন ১১ প্রো ম্যাক্স কিনতে ছুটেছিলেন দুবাই। একই ভাবে আইফোন ১২ এবং আইফোন ১৩-ও প্রথম দিন সংগ্রহ করবেন বলে গিয়েছিলেন দুবাইয়ের ওই শপিং মলে।