কোদাইকানাল। ফাইল চিত্র।
কেরলের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের জন্য অভিনব সুযোগ এনে দিলেন রাজ্যেরই এক ব্যবসায়ী সুধীশ কে। তামিলনাড়ুর কোদাইকানালে গড়ে তোলা তাঁর এস্টেটে দু’দিন বিনামূল্যে অভিভাবকদের সঙ্গে বেড়ানোর সুযোগ দিলেন তিনি।
তবে এর জন্য একটি শর্ত রেখেছেন সুধীশ। কী সেই শর্ত? সুধীশ জানিয়েছেন, অকৃতকার্য হওয়া পড়ুয়াদের স্কুলশিক্ষা বোর্ড থেকে পাওয়া সার্টিফিকেট দেখাতে হবে। তবে এই ভ্রমণের সুযোগ মিলবে।
এই ধরনের প্রস্তাব দেওয়ার পিছনে কারণ কী? সুধীশ জানিয়েছেন, দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই কৃতকার্য হওয়া পড়ুয়াদের নিয়ে নেটমাধ্যমে বেশ হইচই হচ্ছে রাজ্য জুড়ে। তাঁর কথায়, “শুধু জয় দেখলেই হবে না। এর যে একটা অন্য দিকও আছে জয়ের আনন্দে আমরা সে দিকটা নজরেই আনি না।”
সুধীশ বলেন, “কৃতকার্যদের নিয়ে সবাই খুব ভাল ভাল কথা বলেন। কিন্তু অকৃতকার্য হলেই নানা রকম কটূক্তি শুনতে হয়। তা সে পরিবার হোক, আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব। ফলে সেই সব পড়ুয়াদের মনে খুব প্রভাব পড়ে। একটা মানসিক সমস্যা তৈরি হয়।” আর সেই মানসিক সমস্যা এবং অকৃতকার্য হওয়ার যে চাপ, সেই চাপ থেকে মুক্তি দিতেই এই চিন্তাভাবনা বলে জানিয়েছেন সুধীশ। ক্ষণিকের জন্য হলেও সেই সব পড়ুয়াদের মানসিক যন্ত্রণা থেকে মুক্তির আস্বাদ দিতে চান বলে জানিয়েছেন সুধীশ।