Murder

Murder: অটো থেকে নেমে দরজায় টোকা, খুলতেই কোপ মেরে পালাল দুষ্কৃতীরা, মৃত্যু প্রৌঢ়ের

দরজায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে এনে প্রৌঢ়কে ধারালো অস্ত্রের কোপ। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৮:১৯
Share:

প্রৌঢ়কে বাড়ি থেকে ডেকে কুপিয়ে খুন। — ছবি প্রতীকী।

রাতে ঘরে ঘুমিয়েছিলেন ৬৩ বছরের এক প্রৌঢ়। দরজায় ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে ধারালো অস্ত্রের কোপ মারল এক দল দুষ্কৃতী। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। মারা গেলেন প্রৌঢ়। উত্তর কেরলের কুলুক্কাল্লুরের ঘটনা।

Advertisement

মৃতের নাম আব্বাস। আদতে পালাক্কাড়ের ভান্দুমথারার বাসিন্দা। বিয়ের ঘটকালি করতেন তিনি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাত নাগাদ অটোয় চেপে আব্বাসের বাড়িতে চড়াও হয় এক দল দুষ্কৃতী। টোকা দিতেই দরজা খুলে দেন আব্বাস। তাঁকে বাড়ির বাইরে এনে ধারালো অস্ত্রের কোপ দেয় তারা। এর পর তারা পালিয়ে যায়।

সঙ্গে সঙ্গে আব্বাসকে কাছের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কোপ্পাম পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই খুন করা হয়েছে আব্বাসকে। কয়েক জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement