ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের পরে এ বার কেরল। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাদ পড়ল দক্ষিণের এই রাজ্যের ট্যাবলোও। বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বাংলা আর মহারাষ্ট্রের ট্যাবলোর প্রস্তাব বাদ পড়ার পরে বিভিন্ন রাজ্যের রাজনীতিকরা বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন।
কেরল সরকারের তরফে জানানো হয়েছে, এ বছরের ট্যাবলোর জন্য তারা থেইয়ম এবং কলামন্ডলম শিল্পকলা ও ভাস্কর্য তুলে ধরার প্রস্তাব দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাবে রাজি হয়নি।