Binish Kodiyeri

ভোটের মুখে ‘ছুটি’ রাজ্য সম্পাদককে

বিনীশ গ্রেফতার হওয়ার পরে কেরল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী ও রাজ্য কমিটি আলোচনা করে বালকৃষ্ণনের পক্ষে দাঁড়িয়ে তাঁর ইস্তফার দাবি খারিজ করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ০১:৩২
Share:

কোডিয়ারি বালকৃষ্ণন। ফাইল চিত্র।

স্থানীয় প্রশাসনের ভোটের জন্য মনোনয়ন-পর্ব শুরু হয়ে গিয়েছে রাজ্যে। অন্য দিকে টাকা তছরুপ ও মাদক-চক্রে টাকা জোগানোর অভিযোগে তাঁর ছোট ছেলে বিনীশ কোডিয়ারির ইডি-র হাতে গ্রেফতার হওয়া নিয়ে শোরগোল ফেলে দিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে ‘সিক লিভ’ মঞ্জুর করে রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণনকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিল কেরল সিপিএম। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলাবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএমের নেতৃত্বাধীন ফ্রন্ট এলডিএফের আহ্বায়ক এ বিজয়রাঘবন। অসুস্থতার কারণ দেখিয়ে স্থানীয় ভোটের সময়ে বালকৃষ্ণনকে অব্যাহতি দিয়ে সিপিএম বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করল বলেই মনে করা হচ্ছে। বিরোধীরা এই ঘটনাকে রাজ্য সম্পাদকের সরে দাঁড়ানো বলেই ব্যাখ্যা করছে।

Advertisement

বিনীশ গ্রেফতার হওয়ার পরে কেরল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী ও রাজ্য কমিটি আলোচনা করে বালকৃষ্ণনের পক্ষে দাঁড়িয়ে তাঁর ইস্তফার দাবি খারিজ করেছিল। সিপিএমের অবস্থান ছিল, ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে দলের সম্পর্ক নেই। বালকৃষ্ণন ছেলেকে আড়াল করার জন্যও কিছু করছেন না। কিন্তু বিনীশের জামিনের আর্জি ফের নাকচ করে আদালত তাঁকে ২৫ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়ার পরে হঠাৎই ‘সিক লিভ’-এর আবেদন করেন বালকৃষ্ণন। তিরুঅনন্তপুরমে শুক্রবার তাঁর ‘ছুটি’ মঞ্জুর করা হয়েছে। দলীয় সূত্রে বলা হচ্ছে, চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement