বিনীশ কোডিযারি। ফাইল চিত্র।
মাদক ব্যবসায়ীর কাছে টাকা পাচার করতেন কেরলের সিপিএম নেতা কোডিয়ারি বালকৃষ্ণণের ছেলে বিনীশ কোডিয়ারি। শুক্রবার এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। আর্থিক তছরুপের অভিযোগে বৃহস্পতিবারই বিনীশকে গ্রেফতার করেছে ইডি। তাঁকে ২ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ইডি-র দাবি, মাদক ব্যবসায়ী মহম্মদ অনুপের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেনামে বিশাল অঙ্কের টাকা পাঠিয়েছেন বিনীশ। গত ১৭ অক্টোবর অনুপকে মাদক মামলায় গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই ঘটনার সূত্র ধরে বিনীশের বেনামী অর্থের বিষয়টি সামনে আসে। তার পরই তদন্ত শুরু করে ইডি।
এক বিবৃতি জারি করে ইডি দাবি করেছে, জেরায় অনুপ স্বীকার করেছে মাদক কেনাবেচা করত সে। শুধু তাই নয়, বিনীশের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাও স্বীকার করেছে অনুপ। ইডি সূত্রের দাবি, বিশাল অঙ্কের বেনামী অর্থ প্রতি দিন অনুপের অ্যাকাউন্টে ঢুকত। এবং সেটা পাঠাতেন বিনীশ। তাঁর হয়ে বিভিন্ন আর্থিক লেনদেন সামলাত অনুপ।
আরও পড়ুন: আইপিএল বেটিং দমনের দায়িত্ব শিকেয়! একই অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী