শীতের রাতে বস্তি উচ্ছেদ, শিশুমৃত্যু নিয়ে উত্তপ্ত রাজধানী

বস্তি উচ্ছেদ ঘিরে রাজনৈতিক কাজিয়ায় উত্তপ্ত শীতের রাজধানী। সোমবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাহুল গাঁধীকে ‘শিশু’ আখ্যা দিল ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)। সমালোচনায় মুখর হয়ে আপ এবং বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। পিছিয়ে রইল না বিজেপি-ও। ঘটনা নিয়ে দায় ঝাড়ার উদ্যোগ নিয়েছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৭
Share:

শকুর বস্তিতে রাহুল। ছবি: পিটিআই।

বস্তি উচ্ছেদ ঘিরে রাজনৈতিক কাজিয়ায় উত্তপ্ত শীতের রাজধানী। সোমবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাহুল গাঁধীকে ‘শিশু’ আখ্যা দিল ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)। সমালোচনায় মুখর হয়ে আপ এবং বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। পিছিয়ে রইল না বিজেপি-ও। ঘটনা নিয়ে দায় ঝাড়ার উদ্যোগ নিয়েছে তারা।

Advertisement

এ দিন সংসদ ভবনের বাইরে ধর্নায় বসে ফের প্রতিবাদ জানায় আপ। বিষয়টি নিয়ে ময়দানে নামতে দেরি করেননি কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী। তাঁর কটাক্ষ, “কেন ধর্নায় বসেছে আপ? তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও তো উচ্ছেদ হয়েছে!” এই মন্তব্যের পর পাল্টা তোপ দাগতে ছাড়েননি আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। রাহুলকে আক্রমণ করে তিনি বলেন, “রাহুল তো এখনও শিশু! বোধহয় ওঁর পার্টি এটা জানায়নি যে, রেল কেন্দ্রের অধীনস্থ, দিল্লি সরকারের নিয়ন্ত্রণে নয়।”

গত রবিবার পশ্চিম দিল্লির শকুর বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় রেল পুলিশ। প্রায় ৫০০ বস্তি উচ্ছেদের সময় মৃত্যু হয় মাস ছয়েকের একটি শিশুর। ঘটনার পর সমালোচনার ঝড় বয়ে যায় রাজধানী-সহ সব মহলেই। কেজরীবাল সরকার ও কেন্দ্রের মধ্যে সংঘাত শুরু হয়। সাফাই দেন রেল কর্তৃপক্ষ। টার্মিনাল বানানোর জন্য রেলের জমিতে অবৈধ বস্তি উচ্ছেদে গত ন’মাস ধরেই নোটিশ দিয়ে আসছে মন্ত্রক। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানায় তারা।

Advertisement

এ দিন শকুর বস্তিতে যান রাহুল। তিনি মাইলেজ পাওয়ার জন্য এ সব করছেন বলে খোঁচা দিয়েছে আপ। এ নিয়ে আপের কটাক্ষ, “গত ৪৮ ঘণ্টায় রাহুল গাঁধী কোথায় ছিলেন? তিনি তো বিষয়টি নিয়ে কিছুই জানেন না! ন্যাশনাল হেরাল্ড মামলা থেকে খানিকটা সময় পাওয়ার পর গত কাল তিনি নেহরু স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করছিলেন। এখন হঠাৎ-ই জেগে উঠেছেন!”

আরও পড়ুন: • রাহুল তো শিশু! কটাক্ষ কেজরীর

উচ্ছেদ ঘিরে আপ ও বিজেপির কাজিয়া রাজধানীতে


এ দিন আপের এক মুখপাত্র জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে সংসদের দু’কক্ষেই সরব হবেন তাঁরা। রাজ্যসভায় আপের প্রতিবাদে সমর্থন জানাবে তৃণমূল এবং জেডিইউ।

এ দিন শকুর বস্তিতে গিয়ে গোটা ঘটনায় বিজেপি এবং আপের ঘাড়ের দোষ দাপিয়েছেন রাহুল। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “আমরা ক্ষমতায় নেই। ক্ষমতায় রয়েছে আপ এবং বিজেপি।” আপ সরকারে তাঁর এখনও বিশ্বাস আছে বলে রাহুলের দাবি, তা সত্ত্বেও এই ঘটনায় দায়বদ্ধতা এড়াতে পারে না কেজরীবাল সরকার।

নিজের মন্ত্রকের উপর কেজবীবাল সরকার দায় চাপালেও তা উড়িয়ে দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। বস্তিবাসীদের বার বার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। শিশুমৃত্যু নিয়ে এ দিন সংসদে তাঁর দাবি, “উচ্ছেদের সময় নয়, তার অনেক আগেই শিশুটি মারা গিয়েছিল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement