জম্মু-কাশ্মীরের নতুন উপ-মুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্তা।- ফাইল চিত্র।
কাঠুয়া কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে যাওয়ার পরেও, ওঁরা যে একটুও বদলাননি, তা আরও এক বার বুঝিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের নতুন উপ-মুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্তা।
শপথ নিয়েই সোমবার কবীন্দ্র কাঠুয়া কাণ্ডকে বললেন, ‘‘ছোট্ট ঘটনা।’’
জম্মু-কাশ্মীরের নতুন উপ-মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘রসনা (কাঠুয়ায় গণধর্ষণ হয়েছিল যেখানে) খুবই ছোট্ট একটা ঘটনা। এমন ঘটনা যাতে আর না ঘটে তার উপর আমাদের নজর রাখতে হবে। মেয়েটি যাতে সঠিক বিচার পায়, তাও দেখতে হবে। তবে সরকারকে এমন অনেক চ্যালেঞ্জেরই মোকাবিলা করতে হয়। রসনাকে অত গুরুত্ব (‘ভাব’) দিলে চলবে না।’’
আরও পড়ুন- কাঠুয়ার ঘটনা জম্মু-কাশ্মীরে ধর্মীয় মেরুকরণ আরও বাড়িয়ে দিল
আরও পড়ুন- নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ করে খুন, গ্রেফতার পুলিশ অফিসার
কাঠুয়া কাণ্ডের অপরাধীদের দীর্ঘ দিন ধরে আড়াল করার জন্য তীব্র নিন্দা-সমালোচনার মুখে পড়ে মেহবুবা মুফতি সরকারের দুই বিজেপি মন্ত্রীর ইস্তফার পরেও কবীন্দ্র উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই কী ভাবে ওই মন্তব্য করতে পারলেন, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরএসএসের অনেক দিনের সদস্য কবীন্দ্র জম্মু-কাশ্মীর বিধানসভার স্পিকার ছিলেন। তিনি উপ-মুখ্যমন্ত্রী হিসাবে নির্মল সিংহের স্থলাভিষিক্ত হলেন।