দীপিকা সিংহ রাজাওয়াত
দেশের শীর্ষ আদালত আজ, সোমবার সিদ্ধান্ত নেবে কাঠুয়ার শিশুকন্যার গণধর্ষণ, খুন এবং প্রমাণ লোপাটের মামলার শুনানি কোথায় হবে।
তার আগে রাষ্ট্রপুঞ্জের শুভেচ্ছা-দূত এমা ওয়াটসনের অভিনন্দন পেয়ে আত্মবিশ্বাস বেড়েছে দীপিকা সিংহ রাজাওয়াতের। কাঠুয়া মামলায় নির্যাতিতা কন্যার তরফে মামলা লড়ে ইতিমধ্যেই শিরোনামে তিনি। রবিবার ফোনে তিনি বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি হিসাবে এমার সমর্থন আমায় শক্তি জোগাবে। আমি সত্যি অভিভূত। মোর পাওয়ার টু আস।’’ হ্যারি পটার সিরিজের অভিনেত্রী এমা লিখেছিলেন, ‘‘অল পাওয়ার টু দীপিকা রাজাওয়াত।’’
জম্মু-কাশ্মীর বার অ্যাসোসিয়েশনের কয়েকজন সহকর্মী-আইনজীবীও দীপিকার সঙ্গে কাজ না করার হুমকি দেন। তবে তিনি থামেননি। নির্যাতিতা শিশুর পরিবারকে কাঠুয়া সংলগ্ন গ্রাম থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি এই মামলার শুনানি যাতে কাঠুয়া আদালতে না হয়, সে জন্যও সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন। আইনজীবী দীপিকার কথায়, ‘‘শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছি। আমি আশাবাদী। কাঠুয়ার আদালত এ মামলার শুনানির জন্য এখনও ঠিক জায়গা নয়। কাঠুয়ার পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।’’
এমা ওয়াটসন
বিজেপি নেতারা অভিযুক্তদের সমর্থনে মিছিল করেছেন, তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। চিন্তা হচ্ছে না? দীপিকা বলেন, ‘‘সারা দেেশর চোখ এখন এই মামলার দিকে। তাই যাঁরা হুমকি দেবেন, তাঁদের নাম প্রকাশ্যে চলে আসতে পারে। ফলে সে ভয় এখন না থাকলেও, আমায় দেশদ্রোহীর তকমা দেওয়া হচ্ছে। এটাই এখন আমার কাছে আতঙ্কের। ভয়ের।’’