বিজেপিকে নিশানা করেছে বিরোধী দল কংগ্রেস। ছবি: সংগৃহীত।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্নাটকের ট্যাবলো বাদ পড়ায় রাজ্যে ভোটের মুখে অস্বস্তিতে পড়ল শাসক দল বিজেপি। বিষয়টি নিয়ে বিজেপিকে নিশানা করেছে বিরোধী দল কংগ্রেস।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর অবশ্য দাবি, কোনও রাজনৈতিক বা আমলাতান্ত্রিক হস্তক্ষেপের জন্য কর্নাটকের ট্যাবলো বাদ পড়েনি। তাঁর বক্তব্য, ‘‘বিশেষজ্ঞেরা একটি প্রক্রিয়ার মাধ্যমে ট্যাবলো নির্বাচন করেন। সব রাজ্যকে প্রতি বছর স্থান দিতে গেলে ৩৬টি ট্যাবলোকে স্থান দিতে হবে। ৪-৫ ঘণ্টা ধরে চলবে কুচকাওয়াজ। এ নিয়ে বিতর্ক তৈরি করা উচিত নয়।’’ ১৩ বছর পরে কুচকাওয়াজ থেকে কর্নাটকের ট্যাবলো বাদ পড়েছে।
বিজেপি তথা কেন্দ্রের যুক্তি মানতে রাজি নয় কংগ্রেস। রাজ্যের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার মতে, ‘‘বিজেপি আমাদের রাজ্যের গর্বকে তুলে ধরতে কতটা আগ্রহী তা এ থেকেই বোঝা যায়। অদক্ষ মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও তাঁর মন্ত্রিসভার সদস্যেরা রাজ্যের সম্পদ লুটকরতে ব্যস্ত। এ নিয়ে রাজ্যের বিজেপি সাংসদদেরও প্রতিবাদ জানানো উচিত।’’
কংগ্রেস সাংসদ এল হনুমনথাইয়ার মতে, ‘‘কেন্দ্র এক সরকার এক ট্যাবলো নীতিতে বিশ্বাসী। তাই তারা কর্নাটকের ট্যাবলো বাতিল করেছে। বিভিন্ন সরকারের মধ্যে ক্ষমতার বণ্টনে কেন্দ্র বিশ্বাসী নয়।’’