Viral Video

সজারু মেরে বন্ধুদের সঙ্গে ফিস্ট! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই গ্রেফতার যুবক

বিরল প্রজাতির প্রাণীহত্যার অপরাধে রবিবার কর্নাটকের ওই যুবককে গ্রেফতার করেছেন বনবিভাগের কর্মীরা।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ১৭:৫৭
Share:

সজারু মেরে বন্ধুদের সঙ্গে ফিস্ট। ছবি টুইটার থেকে সংগৃহীত।

গ্রামের পাশেই জঙ্গল থেকে ধরেছিলেন সজারু। সেই সজারু মেরে রান্না করে খেয়েছিলেন বন্ধুদের সঙ্গে। সেই ঘটনার ভিডিয়ো নিজেই আপলোড করেছিলেন টিকটকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে প্রশাসন। বিরল প্রজাতির প্রাণীহত্যার অপরাধে রবিবার কর্নাটকের ওই যুবককে গ্রেফতার করেছেন বনবিভাগের কর্মীরা।

Advertisement

অভিযুক্ত ওই যুবকের নাম ম়ঞ্জুনাথ বিরয়ালহিস্যা। পেশায় গাড়িচালক মঞ্জুনাথ কর্নাটকের কালবুর্গি জেলার জেয়ারগি তালুকের বাসিন্দা। বনবিভাগের অফিসাররা জানিয়েছেন, শুক্রবার মঞ্জুনাথ ও তাঁর বন্ধুরা বিজয়পুরার সিনদাগি রেঞ্জে গিয়েছিলেন। সেখানে একটি সজারুকে পাথর ছুঁড়ে মেরে ফেলেন তাঁরা। তার পর রান্না করে সেই সজারুর মাংস খান তাঁরা। মঞ্জুনাথ সেই ঘটনার ভিডিয়ো করেন টিকটকে।

সেই ভিডিয়ো ভাইরাল হতেই তা কালবুর্গি জেলার বনবিভাগের অফিসারদের নজরে আসে। সেই টিকটক অ্যাকাউন্টের সূত্র ধরেই রবিবার মঞ্জুনাথকে গ্রেফতার করেছে পুলিশ। বনবিভাগের অফিসাররা জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে সজারু শিকার অপরাধ। মঞ্জুনাথের বাকি বন্ধুদেরও খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: মাটির নীচে গোটা শরীর! জমির উপযুক্ত দামের দাবিতে আন্দোলনে কৃষকরা

আরও পড়ুন: হোলির পোশাক কেনা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, ছ’মাসের কন্যাকে পিটিয়ে মারল মা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement