বিতর্ক ছড়ানো মন্তব্যে বিজেপি’র নেতা-মন্ত্রীরা এখন সামনের সারিতে! কংগ্রেসই বা পিছিয়ে থাকতে চাইবে কেন? বেঙ্গালুরু টেনিস ক্লাবের গণধর্ষণ নিয়ে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন তাতে স্তম্ভিত না হয়ে পারা যায় না!
কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের বক্তব্য, ‘‘শুনেছি উনি টেনিস শিখতে চান। কিন্তু রাত সাড়ে ৯টার সময় কেন তিনি টেনিস ক্লাবের কাছে গিয়েছিলেন?’’ বৃহস্পতিবার এমনই প্রশ্ন তুলেছেন মন্ত্রী।
পরমেশ্বরের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাঁর ইস্তফা দাবি করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গাঁধী। বেফাঁস মন্তব্য নিয়ে দলের ভিতর থেকেও চাপ আসতে শুরু করেছে পরমেশ্বরের উপর। যথারীতি নিজের পূর্বসূরিদের অনুসরণ করে পরমেশ্বরও পরে বলেছেন, মিডিয়া তাঁর বক্তব্য বিকৃত করেছে। তিনি নাকি আদৌ এমন কিছু বলতে চাননি।