ডি কে শিবকুমার। ফাইল চিত্র।
করোনায় আক্রান্ত হলেন কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। তাঁর রিপোর্টে কোভিড পজিটিভ ধরা পড়েছে। দলের শীর্ষ নেতা এশ্বর খান্ডরে মঙ্গলবার দুপুরে টুইট করে শিবকুমারের কোভিড আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শিবকুমারকে।
২৪ ও ২৫ অগস্ট রাজ্যের বন্যাকবলিত বেলগাভি ও বাগালকোট জেলা পরিদর্শনের কথা ছিল শিবকুমারের। কিন্তু গত শনিবারই টুইট করে জানিয়ে দেন শারীরিক অসুস্থার কারণে এই সফরে তিনি যাচ্ছেন না। তাঁর কোভিড টেস্ট হলে রিপোর্টে পজিটিভ ধরা পড়ে।
জেডি(এস) নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী টুইট করে শিবকুমারের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এর আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, বিরোধী নেতা সিদ্দারামাইয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে দু’জনেই সুস্থ হয়ে উঠেছেন।
দেশের মধ্যে করোনা সংক্রমণে চতুর্থ স্থানে কর্নাটক। সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। মৃত্যু হয়েছে ৪ হাজার ৮০০ জনের।
আরও পড়ুন: কেরলে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ, ৮৭ ভোটে জয় বিজয়ন সরকারের