বিজেপি বিধায়কের প্রশ্ন, কোথায় রাখে ওরা এত টাকা! ফাইল চিত্র।
কর্নাটকের বিজেপি বিধায়ক বসনগৌড়া ইয়াতনলের মন্তব্য, ‘‘আমাকে মুখ্যমন্ত্রী করার জন্য ২,৫০০ কোটি টাকা চেয়েছিল।’’ এই বক্তব্য ঘিরে বিতর্ক। শুক্রবার বিজেপি বিধায়ক দাবি করেন, এজেন্ট মারফত তাঁর কাছে প্রস্তাব এসেছিল যে কর্নাটকের মুখ্যমন্ত্রী করে দেওয়া হবে। তবে লাগবে ‘মাত্র’ ২,৫০০ কোটি টাকা।
একটি সভায় বিজেপি বিধায়ক এই দাবি করে পরামর্শ দেন, ‘‘রাজনীতিতে এই চোরদের কোনও ভাবে বিশ্বাস করবেন না। যারা প্রস্তাব দেয় ভোটের টিকিট পাইয়ে দেওয়া কিংবা সনিয়া গাঁধী বা জেপি নড্ডার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার, তাদের কোনও ভাবে বিশ্বাস করবেন না। ওরা আমাদের সঙ্গেও এমন করেছিল। আমাকে তো বলেছিল, ২,৫০০ কোটি টাকা দিন। তার পর আপনি হবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।’’
এর পর বিজেপি বিধায়কের মন্তব্য, ‘‘আমি ভাবছিলাম, এরা ২,৫০০ কোটি টাকা মানে ঠিক কী ভাবে? কোথা এরা এই টাকা রাখবে? তাই যারা এমন প্রস্তাব দেয়, তারা বড় দুর্নীতিবাজ।’’
বিজেপি বিধায়কের এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর দল কোনও প্রতিক্রিয়া দেয়নি। এ নিয়ে কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের প্রতিক্রিয়া, ‘‘এটা জাতীয় ইস্যু এবং এর জন্য তদন্ত প্রয়োজন।’’