ফাইল চিত্র।
‘কালী’ পোস্টার বিতর্কে পরিচালক লীনা মনিমেকালাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মধ্যপ্রদেশ পুলিশ।
কানাডাবাসী মাদুরাইয়ের পরিচালক লীনা মনিমেকালাইয়ের তথ্যচিত্র ‘কালী’র পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পোস্টারে কালী রূপে সজ্জিত এক নারী ধূমপান করছেন। তাঁর ঠিক পিছনেই দেখা যাচ্ছে রূপান্তরকামীদের আন্দোলনের সাতরঙা পতাকা। এই পোস্টার বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে।
এই প্রেক্ষাপটে তথ্যচিত্রের পরিচালক লীনার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করতে তৎপর হয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারে কেন্দ্রের কাছে তিনি আর্জি জানাবেন। ওই পোস্টার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি করেছেন নরোত্তম।
অন্য দিকে, এই বিতর্কে নয়া মাত্রা যোগ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। ভোপালের থানায় মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।