K Chandrasekhar Rao

K ChandraSekhar Rao: রাজধানীতে ধর্নায় বসলেন কে সি আর

বেশ কিছু দিন থেকেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভের সুর শোনা যাচ্ছে তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতার মুখে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ০৮:০৯
Share:

তেলঙ্গানা থেকে প্রায় ১৫ লক্ষ টন সেদ্ধ চাল কেনার জন্য নরেন্দ্র মোদী সরকারের উপর চাপসৃষ্টি করতে আজ দিল্লিতে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেখানে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েতও। তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য কেন্দ্রকে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন কেসিআর।

Advertisement

বেশ কিছু দিন থেকেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভের সুর শোনা যাচ্ছে তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতার মুখে। আজ দিল্লির তেলঙ্গানা ভবনে দলের সাংসদ, মন্ত্রী, বিধায়ক ও পুরসভা ও পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের জড়ো করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাও। সেখানে তিনি বলেন, ‘‘মোদীর ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রী পীযূষ গয়ালকে আমরা বলছি, আমাদের থেকে খাদ্যশস্য কিনুন। আমি আপনাদের ২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপর আমরা আমাদের সিদ্ধান্ত নেব।’’ মোদীকে হুঁশিয়ারি দিয়ে কেসিআরের মন্তব্য, ‘‘তেলঙ্গানা অধিকার দাবি করছে। প্রধানমন্ত্রীকে বলছি, আপনি নতুন কৃষিনীতি তৈরি করুন। তাতে আমাদের যোগদান থাকবে। যদি সেটা তৈরি না করেন, তাহলে আপনি ক্ষমতাচ্যুত হবেন। তখন দিল্লিতে নতুন সরকার নয়া কৃষিনীতি নিয়ে আসবে।’’

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী মোদীর উদ্দেশে বলেন, ‘‘কৃষকদের আবেগ নিয়ে খেলবেন না। তাঁদের ক্ষমতা রয়েছে সরকার ফেলে দেওয়ার। কৃষকেরা ভিক্ষুক নন।’’
২০১৪ সালে তেলঙ্গানায় ক্ষমতায় আসার পর দিল্লিতে কেসিআরের এটাই প্রথম বিক্ষোভ সমাবেশ। দশদিন আগে চিকিৎসার জন্য তিনি দিল্লি এসেছিলেন। সেই সময়েই বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন। এই মরসুমে কেন্দ্রীয় সরকার তেলঙ্গানা থেকে সেদ্ধ চাল কিনতে আগ্রহ দেখাচ্ছে না বলেই টিআরএস-এর অভিযোগ। আজকের সমাবেশ থেকে গোটা দেশে একই রকম খাদ্যশস্য ক্রয়নীতি চালু করার দাবি তুলেছে কেসিআরের দল।

Advertisement

তবে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল কেসিআরের দাবির পাল্টা বলেছেন, তেলঙ্গানা সরকার ইতিমধ্যেই লিখিত ভাবে জানিয়েছে, ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার জন্য তারা সেদ্ধ চাল নয়, সাধারণ চাল সরবরাহ করবে। তেলঙ্গানার বিজেপি সভাপতিও অভিযোগ করেছেন, কৃষকদের খাদ্যশস্য কেনার বিষয়টি নিয়ে রাজ্য সরকার রাজনীতি করছে। কেন্দ্রের বিরুদ্ধে ‘ক্ষোভ উস্কে দেওয়া’ আর ‘মিডলম্যানদের কোটি কোটি টাকা পাইয়ে দিতেই’ কেসিআর এটা করছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত আজ কেসিআরদের বিক্ষোভ সমাবেশে পৌঁছন। পরে কেসিআর-কন্যা কে কবিতা বলেন, ‘‘কৃষকদের সমস্যা নিয়ে এর আগেও টিকায়েতের সঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। আজ টিকায়েত এসেছেন কেসিআরের দাবির প্রতি সমর্থন জানাতে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement