National News

দোলাচলে ‘বিদ্রোহী’ বিধায়করা! বিজেপিতে যোগদান পিছোচ্ছেন জ্যোতিরাদিত্য

প্রথমে দুপুর সাড়ে বারোটায় যোগদানের কথা ছিল জ্যোতিরাদিত্যের। পরে ঘোষণা করা হয় ওই অনুষ্ঠান হবে ২টোয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ১২:২৪
Share:

আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। —ফাইল চিত্র

বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেটাও পূর্ণ হতে চলেছে। জে পি নাড্ডার হাত থেকে গেরুয়া পতাকা নিয়ে সরকারি ভাবে বিজেপিতে নাম লেখাচ্ছেন দীর্ঘদিনের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Advertisement

তবে দুপুর সাড়ে বারোটায় যোগদানের কথা ছিল। বিজেপি এবং জ্যোতিরাদিত্যর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর মিলেছিল, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে নেবেন জ্যোতিরাদিত্য। কিন্তু সেই সময় পিছিয়ে দুপুর দু’টো করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

বেঙ্গালুরুতে যে ২১ জন বিধায়কদের নিয়ে গিয়ে হোটেলে রাখা হয়েছে, সূত্রের খবর, তাঁদের মধ্যে এখনও ১০ থেকে ১২ জন বিজেপিতে যোগ দিতে পুরোপুরি সম্মত হননি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ওই বিধায়কদের নিয়ে টানাপড়েনের জেরেই দলে যোগদান পিছিয়ে দিয়েছেন জ্যোতিরাদিত্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement