কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি এবং তাঁর অভিযুক্ত পুত্র আশিস মিশ্র। ফাইল চিত্র।
আদালতে খারিজ হয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের আবেদন। মঙ্গলবার আদালতে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। আশিস এবং আর এক অভিযুক্ত মামলা থেকে তাঁদের নাম সরাবার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন।
২০২১ সালের ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে। কিন্তু ঘটনার দিনই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন আশিসের বাবা অজয়। তিনি বলেছিলেন, ঘটনার সময় লখিমপুর খেরিতে ছিলেন না আশিস। যদিও পরবর্তী কালে একাধিক ভিডিয়ো প্রকাশ করে দাবি করা হয়, যে গাড়ি ঘটনাস্থলে দেখা যাচ্ছে, সেটি আশিসের।
সে সময় ৩ কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল দিল্লি এবং দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশ। অজয়ের দাবির প্রেক্ষিতে সংযুক্ত কৃষক মোর্চার তরফে আশিষকে গ্রেফতারের দাবি তোলা হয়। অভিযোগের তদন্তে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল (সিট)। অভিযোগ, ঘটনার পরেই আশিসের গাড়ির চালক এবং দুই বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা করেন কৃষকরা।
গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে আত্মসমর্পণ করেন আশিস। তার আগে ইলাহাবাদ হাই কোর্ট অভিযুক্ত আশিসের জামিনের নির্দেশ দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট আশিসের জামিনের আবেদন বাতিল করে দেয়। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় আশিসকে। সময়সীমা পেরনোর আগেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন মন্ত্রীপুত্র।