ফাইল চিত্র।
ইউক্রেনের সঙ্গে তাদের যুদ্ধের মধ্যেই রাশিয়ার জন্য ক্রিপ্টোকারেন্সিতে অর্থসাহায্য চেয়ে টুইট করলেন খোদ বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নড্ডা!
সকালে টুইটারে এমন বার্তা দেখে চমকে উঠেছিলেন অনেকেই। যদিও অল্প সময়ের মধ্যে জানা গেল, ও’টি মোটেই বিজেপি সভাপতির বার্তা নয়। তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বার্তাটি পোস্ট করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
এ দিন সকালে কী ছিল নড্ডার বার্তায়? সূত্রের খবর, রবিবার সকাল দশটার কিছু পরে জে পি নড্ডার অ্যাকাউন্ট থেকে টুইট করে লেখা হয়, ‘‘রাশিয়ার জনগণের পাশে দাঁড়ান। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করা হচ্ছে। বিটকয়েন এবং ইথেরিয়াম।’’ এর পর আবার হিন্দিতে লেখা একটি বার্তায় বলা হয়, ‘‘ইউক্রেনের মানুষের পাশে দাঁড়ান।’’ এর পরে আরও একটি টুইট-বার্তায় লেখা হয়, ‘‘দুঃখিত আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এখানে রাশিয়াকে দান করার জন্য অনুদান গ্রহণ করা হচ্ছে। কারণ তাদের সাহায্যের প্রয়োজন।’’ কিছুক্ষণের মধ্যেই টুইটগুলি ডিলিট করা হয়। বিজেপি সূত্রে বিষয়টি স্বীকার করে জানানো হয়, ‘কিছুক্ষণের জন্য বিজেপির জাতীয় সভাপতির অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। তবে এ’টি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’ সঠিক কারণ জানার জন্য বিজেপির তরফে টুইটার কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে বলেও জানানো হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই হ্যাকারদের হানার বিষয়টি নিয়ে সতর্ক করছিলেন সাইবার-বিশেষজ্ঞরা। যদিও এর আগে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্টে হানা দেয় হ্যাকাররা। গত বছর ডিসেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল হ্যাক করে একটি টুইট পোস্ট করে দাবি করা হয়, ভারত আনুষ্ঠানিক ভাবে বিটকয়েনকে আইনি দরপত্র হিসেবে গ্রহণ করেছে।