JP Nadda

JP Nadda: রাজনাথের পর করোনা আক্রান্ত জেপি নড্ডা, বাড়িতে নিভৃতবাসে রয়েছেন

সোমবার করোনা আক্রান্ত হয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। টুইটারে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন রাজনাথ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ২৩:০৭
Share:

করোনা আক্রান্ত জেপি নড্ডা

এ বার করোনা আক্রান্ত বিজেপি-র কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডা। সোমবার রাতে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি। নড্ডা জানান, মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার কারণে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

Advertisement

টুইটারে নড্ডা লেখেন, ‘মৃদু উপসর্গ ছিল। তাই কোভিড পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। সুস্থই আছি। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে নিভৃতবাসে রয়েছি। বিগত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরাও সময় মতো পরীক্ষা করিয়ে নেবেন।’

সোমবার করোনা আক্রান্ত হয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। টুইটারে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন রাজনাথ। বর্ষীয়ান বিজেপি নেতা লেখেন, ‘‘আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। এখন আমি বাড়িতেই নিভৃতবাসে আছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের বলব পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য বলব।’’

Advertisement

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও কোভিডে আক্রান্ত। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement