national news

মেয়েদের সামনেই বাইক থেকে নামিয়ে গুলি করা হল সাংবাদিককে

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বিজয় নগর এলাকায় সোমবার রাতের ঘটনা। পুলিশ জানাচ্ছে, ওই সাংবাদিকের নাম বিক্রম জোশী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ১০:৫৩
Share:

বাবা বিক্রমের পাশে বসে কাঁদছে মেয়ে। সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

বাইক থেকে নামিয়ে প্রচণ্ড মারধর করে মাথায় গুলি করা হল এক সাংবাদিককে। তাঁর দুই কন্যার সামনেই।

Advertisement

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বিজয় নগর এলাকায় সোমবার রাতের ঘটনা। পুলিশ জানাচ্ছে, ওই সাংবাদিকের নাম বিক্রম জোশী। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই সাংবাদিককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তাঁর ভাইঝিকে কয়েক জন বিব্রত করছিলেন বলে দিনকয়েক আগে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন ওই সাংবাদিক।

Advertisement

পুলিশ সূত্রের খবর, গাজিয়াবাদের বিজয় নগর এলাকায় রাত সাড়ে ১০টা নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তাঁর দুই কন্যাকে নিয়ে একটি বাইকে চেপে যাচ্ছিলেন বিক্রম। কয়েক জন মিলে বাইকটিকে থামিয়ে বিক্রমকে টেনে হিঁচড়ে নামায় বাইক থেকে। তার পরেই তাঁকে প্রচণ্ড মারধর করতে করতে দূরে দাঁড় করানো একটি গাড়ির কাছে টেনে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- মমতার মাস্টারস্ট্রোক, রোগ ছড়ানো কমবে, মত বিশেষজ্ঞদের

আরও পড়ুন- করোনা সংক্রমণ সামলাতে প্রতি শনি, রবি বন্ধ ব্যাঙ্ক

পুলিশ জানাচ্ছে, মারধরের মধ্যেই এক জন বিক্রমের মাথা লক্ষ্য করে গুলি চালান। তার পরেই বিক্রমকে রক্তাপ্লুত অবস্থায় রাস্তায় ফেলে রেখে তাঁরা পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে এও দেখা গিয়েছে, ঘটনার সময় ভয়ে বিক্রমের দুই কন্যাকে ছুটোছুটি করতে।

এর পর বিক্রমের বড় মেয়ে ছুটে আসে তার বাবার কাছে। কাঁদতে থাকে। তাদের সাহায্য করার জন্য আশপাশের লোকজনকে ডাকতে থাকে। এর পরেই পথচলতি মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁরাই পুলিশকে খবর দেন।

পুলিশ সূত্রের খবর, যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা সকলেই বিক্রমের আত্মীয়স্বজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement