হেমন্ত সোরেন ও তাঁর ভাই বসন্ত সোরেন
দুমকায় ১৪ বছরের আদিবাসী কিশোরীকে ধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে তোলপাড় ঝাড়খণ্ডের রাজনীতি। বিতর্ক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাম্প্রতিক মন্তব্যে। সেই আবহে হেমন্তের ছোট ভাই তথা দুমকারই বিধায়ক বসন্ত সোরেন সম্প্রতি দিল্লি সফর শেষে রাজ্যে ফিরে এসে যে মন্তব্য করলেন, তাতে ওই বিতর্ক আরও জোরালো হল। দুমকা-কাণ্ড নিয়ে শোরগোলের মধ্যে বসন্তের দিল্লি সফর কেন, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বিরোধীরা। তার প্রেক্ষিতেই দুমকার বিধায়ককে হাসতে হাসতে জানালেন, অন্তর্বাস কিনতে তিনি দিল্লি গিয়েছিলেন।
দিল্লি থেকে ফিরে মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন বসন্ত। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন দিল্লি গিয়েছিলেন তিনি? সংবাদ সংস্থা এএনআই-এর টুইট করা একটি ভিডিয়ো ক্লিপে ওই প্রশ্নের উত্তরে বসন্তকে বলতে শোনা যায়, ‘‘অন্তর্বাস শেষ হয়ে গিয়েছিল। অন্তর্বাস কিনতেই দিল্লি গিয়েছিলাম। ওখান থেকে কেনার অভ্যাস আমার।’’
বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন বিরোধীরা। গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে টুইটে লেখেন, ‘গরিব ও আদিবাসীদের নেতা শিবু সোরেনের ছেলে অন্তর্বাস কিনতে দিল্লি যান।’
প্রসঙ্গত, দুমকার ঘটনায় হেমন্ত বলেছেন, ‘‘এমন ঘটনা তো ঘটতেই থাকে... কোথায় না এ সব ঘটে? ...আর কোনও ঘটনা তো হুঁশিয়ারি দিয়ে ঘটে না।’’ এর পরেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে নিশিকান্তের দাবি, এই ঘটনায় অভিযোগ দায়েরের মতো আইনি পদক্ষেপ অত্যন্ত ছোট ব্যাপার। ঝাড়খণ্ডে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা বাড়ছে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।