আন্তর্জাতিক উড়ানে ছাড় জেট, এয়ার ইন্ডিয়ার

আম্তর্জাতিক উড়ানে টিকিট দেওয়া হবে সস্তায়। ঘোষণা করল জেট। মঙ্গলবার থেকে একটানা পাঁচ দিন এই সস্তার টিকিট পাওয়া যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন শহর থেকে নিউ ইয়র্ক, লন্ডন, আবু ধাবি, ঢাকা সহ মোট ২৩টি বিদেশি শহরে যাতায়াতের জন্য সাধারণ ভাড়ার চেয়ে ৩০ শতাংশ কম দামে টিকিট পাওয়া যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ১৬:৩২
Share:

আম্তর্জাতিক উড়ানে টিকিট দেওয়া হবে সস্তায়। ঘোষণা করল জেট। মঙ্গলবার থেকে একটানা পাঁচ দিন এই সস্তার টিকিট পাওয়া যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন শহর থেকে নিউ ইয়র্ক, লন্ডন, আবু ধাবি, ঢাকা সহ মোট ২৩টি বিদেশি শহরে যাতায়াতের জন্য সাধারণ ভাড়ার চেয়ে ৩০ শতাংশ কম দামে টিকিট পাওয়া যাবে। এর মধ্যে কলকাতা থেকে এখন শুধু ঢাকায় আন্তর্জাতিক উড়ান চালাচ্ছে জেট। সাধারণ শ্রেণি ছাড়াও বিজনেস শ্রেণির টিকিটের ক্ষেত্রেও এই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। জেট-এর সঙ্গে এখন গাঁটছড়া বেঁধেছে এতিহাদ বিমানসংস্থা। আবু ধাবি তাদের ঘাঁটি। এই ছাড়ের সুবিধা এতিহাদের উড়ানের ক্ষেত্রেও পাওয়া যাবে বলে এ দিন জেটের তরফে জানানো হয়েছে।

Advertisement

বিশেষ অফারের কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়াও। সম্প্রতি তারা দিল্লি থেকে সরাসরি সানফ্রান্সিসকো যাওয়ার উড়ান চালু করার কথা ঘোষণা করেছে। ২ ডিসেম্বর থেকে সপ্তাহে তিন দিন এই উড়ান চালু হবে। সংস্থা জানিয়েছে, এখন যদি ওই উড়ানের প্রথম বা বিজনেস শ্রেণির টিকিট কেউ কাটেন তাহলে তার সঙ্গে এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ উড়ানের একটি বিজনেস শ্রেণির টিকিট উপহার হিসেবে দেওয়া হবে। ওই টিকিটটি কোন রুটে, কবে, কে ব্যবহার করবেন তা ঠিক করবেন ওই যাত্রীই। তবে, ওই টিকিটের সঙ্গে কিছু কর দিতে হবে। ২ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement