Pulwama Terror Attack

দিল্লিতে ধৃত জইশ জঙ্গি সাজ্জাদ খান, পুলওয়ামা ষড়যন্ত্রে জড়িত, সন্দেহ এনআইএ-র

পুলওয়ামা নাশকতার মূল চক্রী মুদাসসির খানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এই সাজ্জাদ।

Advertisement

সংবাদসংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৫:২৩
Share:

পুলওয়ামায় প্রহরা ভারতীয় সেনার। ছবি: রয়টার্স।

বৃহস্পতিবার গভীর রাতে নয়াদিল্লির লাজপত রাই মার্কেট থেকে গ্রেফতার করা হল পুলওয়ামা নাশকতার মূল চক্রীর অন্যতম সহযোগী এবং জইশ জঙ্গি সাজ্জাদ খানকে। দিল্লি পুলিশের দাবি, জইশ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এই ব্যক্তি জড়িত পুলওয়ামা সন্ত্রাসের সঙ্গেও।

Advertisement

ধৃত ব্যক্তিই যে সাজ্জাদ খান, শুক্রবার তা নিয়ে নিশ্চিত হয়েছে দিল্লি পুলিশ। এর পরই ধৃত জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে দিল্লি পুলিশকে জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

২৭ বছরের সাজ্জাদ খানের বাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায়। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‘ষড়যন্ত্র এবং দেশদ্রোহিতার অভিযোগ থাকার জন্য ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছে এনআইএ।’’

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

দিল্লি পুলিশের দাবি, পুলওয়ামা নাশকতার মূল চক্রী মুদাসসির খানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এই সাজ্জাদ। পুলওয়ামা কাণ্ডের পরই ভারতীয় সেনার অভিযানে মারা যায় এই মুদাসসির খান। দিল্লি পুলিশের দাবি, সাজ্জাদকে জইশ সংগঠন গড়ে তোলার উদ্দেশ্যেই দিল্লিতে পাঠিয়েছিল খোদ মুদাসসির। সাধারণ মানুষের মতো থেকে তলায় তলায় কর্মীবাহিনী গড়ে তোলাই ছিল তার উদ্দেশ্য।

আরও পড়ুন: তিন লস্কর ই তৈবা জঙ্গি নিহত কাশ্মীরে, চলছে গুলির লড়াই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement