প্রতীকী ছবি।
অবশেষে আইআইটি-তে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার (জেইই-অ্যাডভান্সড) দিন ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানালেন, তা হবে ৩ জুলাই। আয়োজনের দায়িত্বে আইআইটি-খড়্গপুর।
প্রবেশিকা পরীক্ষার গণ্ডি টপকানোর পাশাপাশি দ্বাদশে অন্তত ৭৫ শতাংশ নম্বর পাওয়ার শর্ত পূরণ করতে হয় আইআইটি-তে ভর্তির জন্য। মন্ত্রী জানিয়েছেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এ বারের জন্য তা রাখা হচ্ছে না। পরীক্ষা কেন্দ্র থাকবে দুবাই, ঢাকা, সিঙ্গাপুর-সহ বাইরের বেশ কয়েকটি শহরেও।
জেইই-অ্যাডভান্সডের ভিত্তিতে দেশের ২৩টি আইআইটি-তে ভর্তি হন পড়ুয়ারা। তার জন্য আগে উত্তীর্ণ হতে হয় সর্ব ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জেইই মেন-এ। ঠিক হয়েছে, গত বছরে যাঁরা ওই পরীক্ষা উতরেও আইআইটি-প্রবেশিকায় বসতে পারেননি, এ বার সরাসরি জেইই-অ্যাডভান্সড দিতে পারবেন তাঁরা। তা ছাড়া, করোনার কামড়ে নিয়মিত ক্লাস না-হওয়ায় একাদশ-দ্বাদশে পাঠ্যক্রম ছাঁটাইয়ে বাধ্য হয়েছে বিভিন্ন বোর্ড। সেই বাস্তব মাথায় রেখে জেইই মেন-এর ধরন কিছুটা বদলাবে। যেমন, প্রতি বিষয়ে বেছে নেওয়ার জন্য ‘নেগেটিভ মার্কিং’ ছাড়া ৫টি করে বাড়তি প্রশ্ন থাকতে পারে।
কোভিডের কারণে গত বছর সর্ব ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা (জেইই-মেন) আয়োজনে বিস্তর বেগ পেতে হয়েছিল কেন্দ্রকে। দিন পিছিয়েছিল একাধিক বার। চলতি বছরেও সর্ব ভারতীয় প্রবেশিকা পরীক্ষা আয়োজন নিয়ে মাথাব্যথা রয়েছে মন্ত্রকের। কারণ, অতিমারি এবং পাঠ্যক্রমে কাটছাঁট। শেষ পর্যন্ত এই সমস্ত কিছুর মধ্যেই জেইই-অ্যাডভান্সডের দিন জানাল কেন্দ্র।